করোনা মোকাবিলায় ত্রাণ পাঠাচ্ছে দুবাই, তৈরি ‘এয়ার ব্রিজ’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা প্রতিরোধে সাহায্যের হাত বাড়িয়েছে দুবাই। দেশের নয় শহরে আসবে প্রয়োজনীয় সরঞ্জাম। তার জন্য তৈরি ‘এয়ার ব্রিজ’। এই ব্রিজের মাধ্যমে দুবাই থেকে সরাসরি সরঞ্জাম আসবে ভারতের ৯ টি শহরে। সেই তালিকায় রয়েছে কলকাতাও।

কোভিড মোকাবিলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আসবে এই পথে। ৯ শহরের তালিকায় রয়েছে দিল্লি, কলকাতা, মুম্বই, আমেদাবাদ, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, কোচি, তিরুবন্তপুরম। ভারতকে করোনা যুদ্ধে সাহায্য করে এমিরেটস। এই যাতায়ত বিনামূল্যে হবে বলে জানিয়েছে এমিরেটস।

এর আগে বহুবার দুবাইয়ের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে বিমান সংস্থা এমিরেটস। এবারেও ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছেন তাঁরা। সাধারণ বিমানের মালবাহী অংশকে ত্রাণ পৌঁছানোর কাজে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

বিমানে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে পাঠানো হবে ১২ টন তাঁবু।প্রতি সপ্তাহে আসবে ৯৫ টি বিমান। যা করোনা প্রতিরোধে ভারতের পাশে দাঁড়াবে। সোমবার এই কথা ঘোষণা করেন ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট নবী সুলতান।

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে ব্যাপকভাবে আক্রান্ত ভারত। এপ্রিলের শেষ দিকে সমস্ত বিমান বাতিল করে সংযুক্ত আরব আমিরশাহী। তবে বিপদের সময়ে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির তাঁরা। নবী সুলতাল জানিয়েছেন, আন্তর্জাতিক মানবিকতার শহর দুবাই যেখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম ত্রাণ সঞ্চয় কেন্দ্র। সেখান থেকেই জরুরী ভিত্তিতে ত্রাণ এবং চিকিৎসার সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট