#CoronaEffect : বিশ্বকে বাঁচাতে অনুসন্ধান জারি রাখল আমেরিকা

 

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সর্দি-কাশি, থেকে জ্বর এবং তারপর নিউমোনিয়া থেকে মৃত্যু।  CoronaEffect -এ এভাবেই দাবানলের মত ক্রমশ গ্রাস করছে করোনা ভাইরাসের জীবাণু।

বৃহস্পতিবারের চিনের তরফে দেওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮।

এই নিয়ে এখনও অবধি করোনা ভাইরাসে আক্রান্ত শুধুমাত্র চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩৬। সারা দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ৭৫,৬৮৫।

মারণ করোনার ভাইরাসের হাত থেকে বাঁচতে নতুন উপায়ের সন্ধান করে চলেছেন বিজ্ঞানীরা।

#CoronaEffect কীভাবে ছড়াচ্ছে ভাইরাস?

সম্প্রতি টেক্সাসের এক গবেষকের দাবী মানুষের শরীরে “স্পাইক” নামে একটি বিষাক্ত প্রোটিন ঢুকিয়ে দিচ্ছে ওই জীবাণু।

শত্রুকে ভালোভাবে জানতে তা নিয়ে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের দাবী, এক এক ভাইরাসে এক এক ধরনের আকার ধারণ করে ওই প্রোটিন।

সম্প্রতি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দাবী করেছেন ভাইরাসের গঠন প্রকৃতি অনেকটাই আন্দাজ করতে পেরেছেন তাঁরা।

এমনকি খুব শীঘ্রই এই রোগ নির্মূলের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন গবেষকরা।

মারণ করোনার হাত থেকে বাঁচতে আগামী ৩০ জুন অবধি সাংহাই এবং হংকংয়ের সমস্ত বিমান পরিষেবা বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

ডায়মন্ড প্রিন্সেস নামক একটি জাহাজের দুই অস্ট্রেলিয়ান যাত্রীর দেহে করোনা ভাইরাস ‘কোভিড-১৯’ এর খোঁজ পাওয়া গিয়েছে। যা রীতিমতো আতঙ্ক বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুনঃ গোপন করা হয়েছিল করোনা ভাইরাসের তথ্য, স্বীকারোক্তি চিনের

শুধুমাত্র চিনেই নয়, দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনা ভাইরাস।

বৃহস্পতিবার অবধি নতুন করে ২৩ জনের দেহে করোনা ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে।

যার মধ্যে একজন ৬১ বছর বয়সের মহিলাও রয়েছেন। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৮২।

CoronaEffect এবার অর্থনীতিতেও 

ভয়াবহ মারণ রোগ করোনা কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে চিনের আর্থিক পরিকাঠামো।

বৃহস্পতিবার এবিষয়ে নতুন রিপোর্ট জারি করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।

রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের শুরু থেকে এখনও অবধি এশিয়া মহাদেশেই ২৭.৮ বিলিয়ন ডলার ক্ষতির মুখ দেখছে চিন। গোটা বিশ্বে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৯.৩ বিলিয়ন ডলার।

এই মুহূর্তে চিনের সঙ্গে রপ্তানি বাড়াতে চাইছে আমেরিকা। গত জানুয়ারি মাসে দুই দেশের মধ্যে যে অর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা অনুযায়ী রপ্তানি বাড়াতে চায় দুই শক্তিধর দেশ।

তবে করোনার গ্রাসে পড়ে অতি মন্দা দেখা দিয়েছে জাপান এবং সিঙ্গাপুরের বাজারেও।

তাই আর্থিক পরিকাঠামোকে চাঙ্গা করতে বৈঠকে বসতে চলেছে ২০ টি বৃহৎ অর্থনৈতিক শক্তি সম্পন্ন দেশের শিল্পপতিরা।

বেশ কিছু মাস ধরে হংকংয়ের রাজপথে আন্দোলনে সরব হতে দেখা গিয়েছিল সাধারণ মানুষকে। এখন CoronaEffect -এ হংকংয়ের রাস্তায় সেই প্রতিবাদের দেখা মিলছে না।

তবুও একটানা চিনের আর্থিক প্রাণকেন্দ্র স্তব্ধ থাকায় চিন সরকার এবং শিল্পপতিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

আরও পড়ুনঃ চলতি মাসেই ভারত সফরে ট্রাম্প, টুইটারে স্বাগত জানালেন মোদি

করোনার হাত থেকে রক্ষা পেতে চিনের মেইনল্যান্ডের সঙ্গে হংকংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য মেয়র কেরি ল্যামের কাছে আবেদন জানান হংকংয়ের বহু মানুষ।

মারণরোগ করোনার কারণে বাতিল করা হয়েছে মহিলা একাদশের টেনিস টুর্নামেন্ট। আগামী ১৩ থেকে ১৯ এপ্রিল এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু তা আপাতত বাতিল করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট