করোনার কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা বাড়াতে চলেছে রেল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই এখন থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন ভিন রাজ্যে কর্মরত মানুষ। তাই ভিড় এড়াতে বাড়তি ট্রেন সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় রেল। ভিনরাজ্যে আটকে পড়া মানুষরা যাতে সহজে বাড়ি ফিরতে পারেন সেজন্য চলবে ‘সামার স্পেশাল ট্রেন’।

শুক্রবার এনিয়ে বৈঠকে বসেন রেওল আধিকারিকরা। আগামী দিনে ট্রেন চলাচল নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছিল। মনে করা হচ্ছিল যে সমস্ত রাজ্যে করোনার প্রকোপ বেশী, সেখানে বন্ধ হতে পারে ট্রেন চলাচল। কিন্তু গতবারের থেকে সিদ্ধান্ত নিয়ে এবারে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ শীতলকুচি কান্ডে তদন্তভার নিল CID, ৫ মে রিপোর্ট তলব হাইকোর্টের

রেলের তরফে জানানো হয়েছে, ভিড় এড়াতে ৭০ শতাংশ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত ট্রেন চালু করা হতে পারে।

রেলবোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা জানিয়েছেন, কোনও রাজ্য এখনও অবধি ট্রেন পরিষেবা বন্ধ করার আবেদন এখনও অবধি জানায়নি। যেখানে কনন্টটেইনমেন্ট জোন রয়েছে সেখানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। করোনা বিধি না মানলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এই মুহুর্তে সারা দেশে ৫,৩৯৭ টি লোকাল ট্রেন চালানো হচ্ছে। প্যাসেঞ্জার ট্রেন চলছে ১,৪৯০ টি। এপ্রিল এবং মে মাসজুড়ে আরও ১৪০ টি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

সমস্ত সতর্কতা মেনেই রেল চালানোর ব্যবস্থা করা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট