বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে ২ মিনিট নীরবতা পালনের পর মুলতুবি বিধানসভা
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: শুক্রবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে।বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে ২ মিনিট নীরবতা পালনের পর এদিনের মত অধিবেশন মূলতুবি ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ১১টায় ফের অধিবেশন শুরু হবে। বিজেপি বিধায়করা এদিন অধিবেশনে অংশ নেননি।
শুরুতেই এদিন শোকপ্রস্তাব পাঠ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছে কলকাতায় গান গাইতে এসে অসুস্থ হয়ে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে-র নাম।গত বাজেট অধিবেশনের পর থেকে এ পর্যন্ত যাঁরা প্রয়াত বা নিহত হয়েছেন তাঁদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয় বিধানসভায়।
এদিন কার্যত বিরোধী-শূন্য বিধানসভায় শোকপ্রস্তাব পাঠ করেন স্পিকার। বিজেপির কোনও বিধায়ক ছিলেন না। গতকাল এদিন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সর্বদল বৈঠক ডেকেছিলেন। সেখানে যদিও বিরোধী দল গড়হাজির ছিল। সিদ্ধান্ত হয়েছে সোমবার থেকে পাঁচ দিনে পাঁচটি বিল আনবে রাজ্য সরকার।
বৃহস্পতিবার বিধানসভার বিএ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের এই অধিবেশনে একাধিক বিল উথ্থাপিত হতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, আচার্য বিল, ভিজিটর বিল। একইসঙ্গে কৃষি, স্বাস্থ্য, বিশ্ববিদ্যালয়, প্রাণী বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল আসছে এবারের বিধানসভা অধিবেশনে।
বিধানসভায় সাসপেন্ড হওয়া সাত বিধায়ক বাদে বাকিরা অংশ নেবেন বাদল অধিবেশনে
সূত্রের খবর, আগামি ১৩ জুন বিধানসভায় আলোচনা হবে বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল। এই বিলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকে আনা হবে। ১৪ জুন বিধানসভায় আলোচনা হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল।
এই সংশোধনী বিলে রাজ্যের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে পরিদর্শক হিসেবে আনা হচ্ছে।আগামী ১৭ জুন পর্যন্ত বিধানসভার নানান কার্যবিবরণী রয়েছে। তবে তার আগে ১৬ জুন আবারও বিধানসভার বিএ কমিটির বৈঠকে পরবর্তী কার্যবিবরণী তৈরী হবে বলে বিধানসভা সূত্রের খবর।