West Bengal Assembly Election আজই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথম দুই দফার ৬০ টি আসনে নির্বাচনের তালিকা আজই প্রকাশ করতে পারে বিজেপি। এমনটাই খবর বিজেপি সূত্রে। ইতিমধ্যেই বিজেপি দফতরে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত হয়েছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

সূত্রের খবর, শনবিবার রাতেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে। প্রথম দুটি দফার নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে এদিন। প্রার্থী তালিকায় নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী। তবে খড়গপুর কেন্দ্রে প্রার্থী পদের জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম পাঠানো হলেও তিনি প্রার্থী হবেন কি না তা এখনও জানা যায়নি।

কিছুদিন আগেই বিজেপির সদর দফতরে নির্বাচনী কমিটির বৈঠকে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশ কিছু জায়গায় প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হলে প্রার্থী বাছাই করেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেদিনের ৭ ঘন্টার ম্যারাথন বৈঠক চলে।

এর আগে শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দু’দফার জন্য প্রার্থী তালিকা প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু পরে তা বদলে রবিবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের পর স্থির করা হয়। কিন্তু এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী শনিয়ার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে গেরুয়া শিবির।

 

 

সম্পর্কিত পোস্ট