আজ শেষ সময়সীমা, আলুর বেআইনি কারবার রোধে বিভিন্ন বাজারে বিশেষ অভিযানে ইবি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাইকারি বাজারে আলুর দাম কেজিতে ২২ টাকা রাখার আবেদন জানিয়েছিল নবান্ন। কিন্তু কাজের কাজ হয়নি। তাই এবার কড়া পদক্ষেপ করতে চলেছে সরকার।

বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে আলুর বেআইনি কারবার রোধে বিশেষ অভিযানে নামছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। প্রয়োজন হলে এবার আলু ‘সিজ’ বা হুকুম দখল করার আইনি পথও ভাবছে রাজ্য।

মঙ্গলবার কলকাতা ও আশেপাশের নানা এলাকায় জ্যোতি আলুই বিক্রি হয়েছে কিলোপ্রতি ৩৪ টাকা দরে। চন্দ্রমুখী আরও চড়া। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সব্জির দামও। সব মিলিয়ে হেঁশেল সামলাতে নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে ছাপোষা গৃহস্থের।

বৃহস্পতিবার আলুর দাম কমাতে সাত দিনের সময়সীমা শেষ হচ্ছে। আর সে দিন থেকেই নবান্নের নির্দেশে ইবি নামছে মূল্যবৃদ্ধির মোকাবিলায়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/covid-update-83883-people-were-infected-in-24-hours/

জানা গিয়েছে, ইবি বিভিন্ন ব্যবসায়ীর গুদামের হিসাব নেবে। সঠিক চালান, ট্রেড লাইসেন্স রয়েছে কি না, দেখা হবে। ব্যবসায়ীদের আয়কর জমা সংক্রান্ত কাগজপত্র মূল্যায়ন করা হবে।

বেআইনি আলু মজুতের অভিযোগ পেলে, কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন, ‘আর বাবা বাছা নয়, এ বার কড়া পদক্ষেপ হিসাবে সরকার আলু সিজ বা হুকুমবন্দি করার আইনি পথের কথা ভাবছে।’

উল্লেখ্য, আলুর দাম নিয়ে গত শুক্রবার নবান্নের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন সরকারি প্রতিনিধিরা। সেখানেই পাইকারি বাজারে আলুর দাম ২২ টাকায় বেঁধে দেওয়ার কথা জানানো হয়। আলু ব্যবসায়ীদের প্রতিনিধিরা সরকারের কাছে সাতদিন সময় চেয়েছিলেন। যা আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কৃষি পরামর্শদাতা বলেন, ‘সরকার লক্ষ্য করছে, গত পাঁচদিনে চিত্র এতটুকু বদলায়নি। উল্টে আলুর দাম বেড়েই চলেছে। তাই বাধ্য হয়ে প্রশাসনকে তত্পর হতে হচ্ছে।

সম্পর্কিত পোস্ট