আজ ভার্চুয়াল পুজো উদ্বোধন মোদির

দ্য কোয়ারি ডেস্ক: আজ ভার্চুয়াল পুজো উদ্বোধন মোদির। বাঙালির আবেগে সুড়সুড়ি দিয়ে রাজনৈতিক ডিভিডেন্ড ঘরে তুলতে আজ, বৃহস্পতিবার দুর্গাপুজোর বােধনের লগ্নে অর্থাৎ মহাষষ্ঠীর দিনে বঙ্গবাসীর উদ্দেশে ভার্চুয়াল ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।

সেই সঙ্গে সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর ভাষণ যাতে রাজ্যের প্রতিটি বুথে পৌঁছয় তার জন্য এলাহি বন্দোবস্ত করেছে বঙ্গ বিজেপি।

রাজ্যের ৭৮ হাজার বুথেই প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি বুথে যাতে অন্তত ২৫ জন করে ভাষণ শােনেন তার জন্য বিশেষ নির্দেশ জারিও করা হয়েছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাঙালির আবেগে সুড়সুড়ি দিতে ধুতিপাঞ্জাবিতে বাঙালি বাবু সেজে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আম বাঙালির কাছে যাতে ভাষণ গ্রহণযােগ্য হয় তার জন্য বেশ কিছুটা বাংলাতেও বলবেন।

তবে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে গােষ্ঠীবাজি নতুন করে প্রকট হয়ে পড়েছে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ ও তাঁদের অনুগামী নেতাদের আজকের কর্মসূচিতে‘ব্রাত্যই’ রেখেছেন কৈল্লাস বিজয়বর্গীয় ও মুকুল রায়রা।

পুরাে অনুষ্ঠানের রাশ নিজেদের হাতেই রেখেছেন। পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের পুজোয় চারদিন জমকালাে অনুষ্ঠান করে দিলীপ শিবিরকে নিজেদের ক্ষমতা দেখিয়ে দেওয়ার জন্য কোমর কষে ঝাঁপিয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ের পরেই অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধনের অনুষ্ঠানে আজ সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

মঙ্গলবারই বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সেই নির্দেশ মেনে তিনি বাড়ি থাকবেন নাকি এই পুজো উদ্বোধনে কৈলাস মুকুলদের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে রাত পর্যন্ত ধোঁয়াশা থেকে গিয়েছে।

তবে তিনি থাকুন অথবা না থাকুন-গোটা রাজ্যের চোখ আজ থাকবে সল্টলেকের দিকেই। কারণ সকলেই জানতে চায় প্রধানমন্ত্রী কি বলেন।

সম্পর্কিত পোস্ট