আজ প্রধানমন্ত্রীর কেন্দ্র থেকেই প্রচার পর্ব শুরু করবেন প্রিয়াঙ্কা

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। এরই মধ্যে লাখিমপুর খেরির ঘটনা রাজনৈতিকভাবে আলাদা মাত্রা যোগ করেছে। রবিবারই বারাণসী থেকে “কৃষক ন্যায় যাত্রা” এর মাধ্যমে প্রচার পর্ব শুরু করবেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

এদিন বারাণসীর রোহানিয়া এলাকায় হবে কংগ্রেসের প্রথম প্রচার পর্ব। কংগ্রেসের এই প্রচারের আগেই বড়ো বড়ো পোস্টারে ভরে গিয়েছে গোটা শহর। এদিন প্রচারের আগে কাশী বিশ্বনাথ মন্দির এবং মা দূর্গার কুন্ড মন্দিরে পুজো দেবেন প্রিয়াঙ্কা। সঙ্গে থাকবেন কংগ্রেস নেতা অজয় রায়। এদিন একই সময়ে বারাণসী, মির্জাপুর, ভাদোহিতে আলাদা করে জনসভা করে “কৃষক ন্যায় যাত্রা” র প্রচার করবেন কংগ্রেস নেতারা।

এই কর্মসূচির আগেই বালিয়া, গাজিপুর, মৌ, আজমগড়, ভাদোহি, জৌনপুরের একাধিক বর্ষীয়ান নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন কংগ্রেস নেতৃত্ব।

প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু জানিয়েছেন, “কৃষক ন্যায় যাত্রা” র মাধ্যমে শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, দিল্লির সরকারকে বার্তা পৌঁছে দিতে চায় কংগ্রেস। যতক্ষণ অবধি লাখিমপুর খেরির কৃষক খুনের ঘটনায় অভিযুক্তরা দোষি প্রমাণিত হবে ততদিন আন্দোলন চলবে৷ এমনকি কৃষকরা যাতে সুবিচার পান সেজন্য কংগ্রেসের লড়াই জারি থাকবে।

সম্পর্কিত পোস্ট