আজ ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট প্রবেশিকা , কোভিড ভীতি কাটিয়ে অফলাইনে প্রথম পরীক্ষা রাজ্যে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড ভীতি কাটিয়ে শনিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। দ্বিতীয় ঢেউয়ের পর এই প্রথম পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে পূর্ব রেল পরীক্ষার্থীদের স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াতের অনুমতি দিয়েছে। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড দেখিয়ে কাটতে হবে টিকিট।
অফলাইনে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের প্রবেশিকা পরীক্ষা আজ। পরীক্ষার্থীদের কাছে যেমন পরীক্ষার গুরুত্ব রয়েছে। তেমনই প্রশাসনের কাছে সুষ্ঠুভাবে কোভিড বিধি মেনে পরীক্ষা সম্পন্ন করা একটা বড় চ্যালেঞ্জ। যদিও প্রথম থেকেই এই বিষয়ে সচেষ্ট রাজ্য সরকার।
শনিবার বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত জয়েন্টের অঙ্ক পরীক্ষা। দুপুর ২টেো থেকে ৪টে ফিজিক্স এবং কেমিস্ট্রি। কোভিডের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কোভিড বিধিকে মান্যতা দিয়ে পরীক্ষা নিতে হবে এমনই করা নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর।
টার্গেট ২১ জুলাই? রাতভর গোপন বৈঠক বিজেপি বিধায়কদের
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার বিকাশ ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন মুখ্য সচিবের নেতৃত্বে পর্যালোচনা করেই সংশ্লিষ্ট ২৭৪টি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এই বছর মোট পরীক্ষার্থী রয়েছেন ৯২ হাজার ৬৯৫ জন। যার মধ্যে ৩১ হাজার ৫৯৪ জন ভিন রাজ্যের বলে তিনি জানিয়েছেন।
আজ সকাল ৬টা থেকেই বোর্ডের কন্ট্রোল রুম খোলা থাকবে। যার হেল্পলাইন নম্বর ০৩৩-২৩৬৭ ১১৫৯ এবং ২৩৬৭ ১১৪৯। এছাড়া টোল ফ্রি নম্বর ১৮০০-১০২৩-৭৮১ নম্বরে ফোন করেও এই সংক্রান্ত বিষয় জানা যাবে। পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখিয়ে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের শহরতলীর বিশেষ ট্রেনে চড়তে পারবেন বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।