অলিম্পিকের মাঝেই রূদ্রমূর্তি নেবে করোনা, জাপানে আতঙ্ক

ভারতীয় সময় ৪.৩০ মিনিটে জ্বলবে অলিম্পিক মশাল

দ্য কোয়ারি ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ রঙ্গমঞ্চ-দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর কয়েক ঘণ্টা আগে জাপানের জনজীবনে উন্মাদনা তেমন নেই। কারণ করোনাভাইরাসের হামলা চলছেই। তবে এর মধ্যেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাদের অবস্থানে অনড়।

ভারতীয় সময় বেলা ৪.৩০ মিনিটে শুরু হবে টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন। করোনা মুক্ত দুনিয়ায় আশার আলো ধরে রাখতে অলিম্পিক থেকে বার্তা দেওয়া হবে।

পিটিআই জানাচ্ছে, জাপানের রাজধানী টোকিও শহরে নবনির্মিত জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আকারে অনেকটাই সংক্ষিপ্ত হবে। কমবেশি নশো জনের মতো থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

করোনা ভাইরাসের পরিসংখ্যান দেওয়া ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, জাপানে শুক্রবার পর্যন্ত সংক্রমিত রোগী ৮ লক্ষ ৫২ হাজারের বেশি। মৃত ১৫ হাজার পার করেছে। তবে গত এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে জাপানে। অলিম্পিক নগরী টোকিওতে সংক্রমণের রেখচিত্র উর্ধমুখী। খোদ অলিম্পিক ভিলেজেই বহু প্রতিযোগী করোনা আক্রান্ত।

গোটা পরিস্থিতি নিয়েই জাপান সরকার তীব্র ক্ষোভের মুখে পড়েছে। বিরোধী দল ও নাগরিকদের বড় অংশের অভিযোগ, করোনা সংক্রমণ পরিস্থিতি তে অলিম্পিক অনুষ্ঠানের আয়োজন করার মারাত্মক ফল আসতে চলেছে। সংক্রমণ গতি প্রবল হারে বাড়বে এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে অলিম্পিক কর্তৃপক্ষ যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলেছেন বলেই জানাচ্ছে জাপানের সংবাদমাধ্যম।

এদিকে অলিম্পিক ভিলেজে করোনা হানা ও সংক্রমণ ছড়ানোর ঘটনায় জাপানবাসী আরও আতঙ্কিত। আশঙ্কা করা হচ্ছে অতি সংক্রামক এই ভাইরাস অলিম্পিকের মাঝেই তার রূদ্রমূর্তি নেবে।

অলিম্পিক কর্মকর্তারা বিশ্বের শ্রেষ্ঠ উৎসবকে শুরু করতে মরিয়া। তাঁরা জানিয়েছেন, হবেই অলিম্পিক। করোনাভাইরাসের রক্তচক্ষু উপেক্ষা করা হবে। স্বাস্থ্যবিধির যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অলিম্পিক শুরু শুক্রবার। আর বৃহস্পতিবার জাপান টাইমসের খবর, শুধু রাজধানী টোকিও শহরেই ১৮৩২ জন নতুন করোনা সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।

অলিম্পিক আসরে আসা বিভিন্ন দেশের প্রতিযোগীদের কড়া স্বাস্থ্যবিধির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার পরেও সংক্রমণের চেহারা দেখে চিন্তার সুনামি ধেয়ে আসছে জাপান উপকূলে।

সম্পর্কিত পোস্ট