করোনায় আক্রান্ত জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মারণ করোনার থাবা এবার হলিউডেও। করোনা ভাইরাসে আক্রান্ত জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস এবং স্ত্রী রিতা উইলসন। বৃহস্পতিবার সকালে টুইটারে নিজেই টুইট করে একথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা।
পরবর্তী একটি ছবির শ্যুটিংয়ের জন্য সস্ত্রীক অস্ট্রেলিয়ায় ছিলেন অভিনেতা টম হ্যাঙ্কস। সেখানেই অসুস্থ হয়ে পড়েন দুজনেই। এরপর চিকিৎসকের কাছে গেলে রক্তের নমুনা পরীক্ষার পরেই দু’জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ পালিয়ে কোথায় গেল সন্দীপ এবং পিঙ্কি?
টুইটারে অভিনেতা টম হ্যাঙ্কস জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই দু’জনেই ক্লান্তি অনুভব করছিলাম। বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে পড়েন রিটা। এরপরেই চিকিৎসকের দ্বারস্থ হন। পরীক্ষার মাধ্যমে দু’জনের দেহেই ভাইরাস পজিটিভ মিলেছে। আপাতত দু’জনকেই আইসোলেশনে রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার যেখানে শ্যুটিংয়ের জন্য টম হ্যাঙ্কস এবং রিটা গিয়েছিলেন সেখানে ১৩৬ জনের শরীরে এই ভাইরাস মিলেছে। ইতিমধ্যে ৩ জনের মৃত্যুও হয়েছে।
ইতিমধ্যেই সারা বিশ্ব জুড়ে মহামারীর আকার ধারন করেছে করোনা ভাইরাস। চিন উহান প্রদেশ থেকে এই মুহুর্তে দেশের ১০৮ টি দেশে ছড়িয়ে পড়েছে মারণ কোভিড-১৯ ভাইরাস। গোটা বিশ্বে করোনার জেরে প্রাণ হারিয়েছেন ৪ হাজার মানুষ।
সম্প্রতি এই রোগে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী নাদিন ডারিস। করোনার জেরে ব্রিটেনে প্রাণ হারিয়েছেন ৬ জন। ইতালিতে মৃতের সংখ্যা ৬৩১।
আরও পড়ুনঃ মুম্বইকে বাঁচাতে আসছেন তিন দাপুটে অফিসার
সারা বিশ্বে জরুরী অবস্থা জারি করার পর এবার করোনা সংক্রমণকে ‘মহামারি’ ঘোষণা করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেলারেল ট্রেডস আধানম ঘেব্রিয়েসাস।
এরই মধ্যে ইউরোপ থেকে আমেরিকায় বেড়াতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে ইউরোপের একাধিক দেশ। চিন থেকে আসা পর্যটকদের ওপর নিয়ন্ত্রণ আনতে পারেনি ইউরোপের অধিকাংশ দেশ। তাই তাঁদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।