বিধায়কদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক মুখ্যমন্ত্রীর, সাংগাঠনিক স্তরে রদবদলের সম্ভাবনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার ফের দলের বিধায়কদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটায় এই ভিডিয়ো কনফারেন্স হবে বলে তৃণমূল সূত্রে দাবি।

আমফান পরবর্তী পরিস্থিতিতে দলের বিধায়কদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বিশেষ করে বিধায়কদের বলা হয়েছিল নিজের এলাকায় বেশি করে সময় দিতে।

এই বৈঠকে ওই সময় বিধায়করা কী ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন দলনেত্রী তার খতিয়ান জানতে চাইবেন বলে মনে করা হচ্ছে।

ভিন রাজ্য থেকে বহু মানুষ ফিরে আসায় জেলায় জেলায় করোনা-সংক্রমণও উর্ধমুখি। এই পরিস্থতিতে দলের বিধায়কদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী।

২০২১ বিধানসভা নির্বাচনের প্রাক কথা….

এ দিনের বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে সে সম্পর্কে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর,

  • বিধানসভার নির্বাচনের আগে রাজ্য বিজেপি ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের রেশন দুর্নীতি ও করোনার ব্যর্থতা নিয়ে নানা অভিযোগ তুলে জনসংযোগ করছে।
  • সেই পদ্ধতিতেই কীভাবে কাউন্টার করা যায় তা নিয়ে আলোচনায় হবে এই বৈঠকে। এরই সঙ্গে করোনার কথা মাথায় রেখে আগামীদিনে রাজ্যে কোনও মিটিং মিছিল করা সম্ভব না।
  • তাই মিটিং কিংবা মিছিলের পরিবর্তে কীভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছানো যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হবে এদিন।
  • ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা প্রচুর মাত্রায় রাজ্যে ঢুকছেন। সেই ইস্যুকে হাতিয়ার করে গোটা পশ্চিমবঙ্গে চলছে রাজনীতি।
  • সেই বিষয়ে প্রয়োজনীয় কী কী পদক্ষেপ নেবেন বিধায়করা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস দেবেন দলনেত্রী।

এছাড়াও আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়ত তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে কিছু রদবদল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লক্ষ্য ২০২১ -এর বিধানসভা নির্বাচন, তাই রাজ্য বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়েই নিজের দলের নেতাদের ও বিশেষ বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো।

সম্পর্কিত পোস্ট