কৃষকদের সঙ্গে বৈঠকের আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে আলোচনায় শীর্ষ নেতৃত্ব
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে কৃষক আন্দোলনের মাঝেই শনিবার পঞ্চমবার বৈঠকে বসতে চলেছে কেন্দ্র এবং কৃষক সংগঠনগুলি। এরই মধ্যে শনিবার সকালে প্রধানমন্ত্রী বাসভবনে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক।
সূত্রের খবর, বৈঠকে উপস্থিত রয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার।
সূত্রের খবর, প্রায় ১০ দিন ধরে চলা দিল্লি চলা কৃষক আন্দোলনের শনিবার ইতি টানতে চলেছে সরকার। কৃষকদের দাবীর কথা মাথায় রেখেই নতুন তিন কৃষি আইনে বদল আনতে চাইছেন তাঁরা। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী জানিয়েছেন, তিনি আশাবাদী শনিবারের বৈঠকে মিলবে সমাধানসূত্র।
আরও পড়ুনঃ মঙ্গলবার ভারতজুড়ে বনধের ডাক কৃষক সংগঠনগুলির
কিন্তু এখনও অবধি তিন কৃষি আইন প্রত্যাহারের দাবীতে অনড় আন্দোলনকারী কৃষকরা। গত কয়েক বছরের মধ্যে এই কৃষক আন্দোলনকে এখনও অবধি বৃহত্তম বলে মনে করা হচ্ছে।
শুক্রবার কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সিঙ্ঘু বর্ডারে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।
বৃহস্পতিবার ৭ ঘন্টার একটানা বৈঠকে কৃষকদের তরফে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু কৃষকদের দাবী পুরণে ব্যর্থ হয় সরকারে। শনিবার দুপুর ২ টো থেকে দিল্লির বিজ্ঞান ভবনে শুরু হতে চলেছে বৈঠক।
মঙ্গলবার সারা দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কৃষক ইউনিয়ন। দিল্লির সমস্ত রাস্তা অবরোধ করে আন্দোলন চালানো হবে। এমনটাই জানানো হয়েছে কৃষকদের তরফে।