বর্ষায় ফুঁসছে তোর্ষা, ধরলা নদীর ওপর ভাঙল সেতু, বিপর্যস্ত কোচবিহার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোচবিহারের ১ নম্বর ব্লকের চান্দামারী এলাকায় ধরলা নদীর ওপর একটি সেতু ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্বল সেতু দিয়ে একটি ডাম্পার যাওয়ার সময় হঠাৎই সেতুটি ভেঙে পড়ে। জলে তলিয়ে যায় গাড়িটি।

যদিও চালক সামান্য চোট পেয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক মিহির গোস্বামী, বিডিও ও সদর মহকুমা শাসক। দ্রুত বিকল্প সেতুর ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন থেকেই দুর্বল অবস্থায় ছিল সেতুটি, সংস্কার না হওয়ায় এই দূর্ঘটনা। এই ঘটনায় ডাম্পারের চালক আহত হয়েছেন।

করোনা আক্রান্ত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়

অন্যদিকে, লাগাতার বৃষ্টির কারণে কোচবিহারে তোর্ষা নদী সহ কালজানি, রায়ডাক, মানসাই, নদীর জল স্তর বেড়েই চলেছে । পাড় ভাঙতে শুরু করেছে তোর্ষা নদীর।

কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রানী বাগান সংলগ্ন তোর্সার চর এলাকায় নদী ভাঙনের কবলে পড়া বেশ কয়েকটি বাড়ি সরিয়ে নিতে হয়েছে।

বাঁধের রাস্তায় বৃষ্টির মধ্যে কার্যত খোলা আকাশের নীচে বসবাস করতে হচ্ছে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের। প্রশাসনের একটি দল এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছে বলে খবর।

ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে আপাতত ত্রিপল দিয়ে সাহায্য করা হবে বলেও জানা গেছে। এদিন গুড়িয়াহাটি ১নং গ্রাম পঞ্চায়েতের কালীঘাট এলাকায় এই তোর্ষা নদী সংলগ্ন সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এই নদী সংলগ্ন এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

তোর্ষার নদীর জল বাড়ায় কোচবিহারের রানিবাগান, ফাঁসির ঘাট, কারিশাল, টাকাগাছ সহ বেশ কয়েকটি এলাকায় বাড়িতে জল ঢুকে গিয়েছে ‌স্থানীয় বাসিন্দাদের।

নদীর জল বাড়ায় কোচবিহার শহরের ফাঁসির ঘাট এলাকায় নদীর একাংশ নদীগর্ভে চলে যাওয়ায় সেখানকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এর আগেও ২০১৭সালের বন্যায় এই এলাকার প্রায় ২০০বাড়ি নদীগর্ভে চলে গিয়েছিল। সেই ভয়াবহ আতঙ্ক আবারও গ্রাস করছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের। জেলার নদীগুলির মধ্যে তোর্ষার অবস্থা উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা।

তোর্ষা লাগোয়া ফাঁসির ঘাট, ঘুঘুমারির চর,পানিশালার চর, কারিশাল ও বলরামপুরের কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে প্রতিনিয়ত।

এই নদী ভাঙ্গনের ফলে আতঙ্কগ্রস্ত কোচবিহার শহরের তোর্ষা নদী সংলগ্ন ফাঁসির ঘাট এলাকার বাসিন্দারা ক্রমশ আশ্রয়হীন হয়ে পড়ার মুখে। এই অবস্থায় প্রশাসন কি পদক্ষেপ নেয় সে দিকেই তাকিয়ে আছেন তারা।

ইতিমধ্যেই কোচবিহার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্তাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

জেলা সমূহের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সম্পর্কিত পোস্ট