Kinnaur landslide: ফের ধস কিন্নরে, উদ্ধার ১৩ জনের দেহ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নতুন করে ফের ধস নামলো হিমাচলের কিন্নর জেলায়। যার জেরে ব্যহত উদ্ধারকাজ। বুধবার দুপুর থেকে এই পর্যন্ত ধসে চাপা পড়া ১৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকাজ কীভাবে চলছে সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।
Himachal Pradesh Chief Minister Jairam Thakur conducts aerial survey of the landslide-hit area in Kinnaur
A total of 13 bodies have been recovered so far from the landslide site in the Nugulsari area. pic.twitter.com/1oWJXMSxR2
— ANI (@ANI) August 12, 2021
বুধবার ১১ জনের দেহ উদ্ধার হয়েছিল। আবহাওয়া খারাপ থাকায় বাধ্য হয়েই উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। আজ ধস সরিয়ে এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার হয়েছে। তবে সংশ্লিষ্ট এলাকায় এখনও পাহাড় থেকে গড়িয়ে নামছে পাথর। তাই সেখানে যাতায়াত করা বেশ বিপজ্জনক হয়ে পড়েছে।
ড্যামেজ কন্ট্রোলে নয়া চাল যোগী সরকারের, কৃষকের কাছে পৌঁছতে ‘কিষাণ সংবাদ’
বুধবার দুপুপর ১২.৪৫ নাগাদ রেকোপেও থেকে হরিদ্বার যাওয়ার পথে চউরা গ্রামের কাছে নুগুলসারিতে ম্বর জাতীয় সড়কের উপরে ধস নামে। পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরের চাঁই পড়ে জাতীয় সড়কের উপরে চলমান হিমাচল প্রদেশের সরকারি বাস, একটি বোলেরো একটি টাটা সুমো ও ট্রাকের উপরে।
Kinnaur landslide | Rescue and search operation stopped for the last one hour due to shooting stones coming from uphill. Total 13 dead bodies have been retrieved since yesterday: ITBP#HimachalPradesh pic.twitter.com/x7cAdclacC
— ANI (@ANI) August 12, 2021
বোলেরো গাড়িটির কোনও হদিশ মেলেনি। তবে ট্রাক চালকের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে টাটা সুমোয় থাকা আট যাত্রীর দেহ। আইটিবিপি ও এনডিআরএফ এবং স্থানীয় পুলিশের তত্পরতায় সরকারি বাসটির চালক ও কন্ডক্টরকে জীবিতাবস্থায় উদ্ধার করা গেছে। আটকে পড়া বাসযাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, হিমাচলপ্রদেশের কিন্নরে ধসে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র৷ প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে সেই অর্থ সাহায্য করা হবে বলে খবর৷ প্রত্যেক মৃতের পরিবারকে ২ লক্ষ করে টাকা দেওয়া হবে৷ আর গুরুতর জখমদের ৫০ হাজার করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে৷