টোটো বিস্ফোরণ কান্ডঃ মালদায় সংগ্রহ করা হল বেশ কিছু নমুনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মালদা শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায় টোটো বিস্ফোরণ কাণ্ডের ৫ দিন অতিক্রান্ত। কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল তার তদন্তে রবিবার মালদায় পৌঁছন সেন্ট্রাল ফরেন্সিক দলের দুই বিশেষজ্ঞ।

তাদের সঙ্গে ছিলেন মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা।

এদিন ফরেনসিক দলের ওই কর্তারা বিস্ফোরণ স্থলে গিয়ে টোটোর ব্যাটারি, মৃত চালকের শরীরের মাংসপিন্ডের টুকরো সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন।

পাশাপাশি বিস্ফোরণের পর আশেপাশের পরিবেশের কি অবস্থা তৈরি হয়েছিল তারও তদারকি করেন তাঁরা। এলাকার মানুষের কাছ থেকেও বেশ কিছু তথ্য সম্পর্কে খোঁজখবর নেন।

মেছো ভেড়ির দাদনের টাকা নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্বা সহ জখম ১০

প্রসঙ্গত বুধবার মালাদায় টোটো বিস্ফোরণে ইসমাইল শেখ নামে ওই টোটো চালকের মৃত্যু হয়। মালদা শহরের বাগবাড়ি থেকেই মধুঘাট যাচ্ছিলেন ওই টোটো চালক। কিন্তু বাগবাড়ি থেকে ঘোড়াপীর আসার সময় রাজ্য সড়কের ওপরে বিস্ফোরণটি ঘটে।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানানা, টোটো বিস্ফোরণকাণ্ডে নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছে ব্যাটারি থেকেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তবে এদিন সেন্ট্রাল ফরেনসিক টিমের দুই বিশেষজ্ঞ অফিসারেরা এসেছেন। তারা বিভিন্ন ধরণের নমুনা সংগ্রহ করেছেন।রিপোর্টের পরই আসল কারণ জানা যাবে।

সম্পর্কিত পোস্ট