মার্কিন প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই, কার দখলে হোয়াইট হাউজ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় ২৪ ঘন্টার বেশী সময় হয়ে গিয়েছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ আসন কে বসবেন তা এই মুহুর্তে বলে দেওয়া সম্ভব নয়। ভোটগণনার নিরিখে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও আগামী চার বছরের বছরের জন্য হোয়াইট হাউজের দখলে কি তিনি পাবেন তা এখনও স্পষ্ট নয়। যদিও কমলা হ্যারিসকে পাশে নিয়ে জো বাইডেন ঘোষণা করলেন, আমরাই জিততে চলেছি।
জো বাইডেন আরও বলেন, গতকাল আরও কবার প্রমাণ হয়ে গেল গণতন্ত্রের ওপর মানুষের আস্থা রয়েছে। তাই অতিমারি সত্বেও ব্যাপক পরিমাণে মানুষ ভোট দিয়েছে। বুধবারের গণনা অনুযায়ী ২০০৮ সালে বারাক ওবামার থেকেও বেশী ভোট পেয়েছেন জো বাইডেন। রাত সাড়ে দশটা অবধি জো বাইডেনের প্রাপ্ত ভটের সংখ্যা ৬ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৩৪৭।
এখনও অবধি ২৫৩ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। অন্যদিকে ২১৪ ভোটে ম্যাজিক ফিগারের থেকে অনেকটা দুরেই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
পেনিসেলভ্যানিয়া, জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইস্কনসিন, নর্থ ক্যারোলাইনা, নাভেদা, মেইন, আলাস্কা সহ ৯ টি অঙ্গরাজ্যের গণনা এখনও চালু রয়েছে। পেনিসেলভ্যানিয়া এবং মিশিগানে ট্রাম্প জয়লাভ করলেও মিশিগানের ১৬ টি ইলেকটোরাল কলেজের ভোট জিতে এগিয়ে রয়েছেন জো বাইডেন।
এদিন বাইডেন আরও বলেন, ২৪ ঘন্টা গণনার পর একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে আমরা ম্যাজিক ফিগার ২৭০ এর বেশী ভোট পাবো। তবে জয়ের ঘোষণা করা এই মুহুর্তে ঠিক হবে না, এমরা এটাই বলতে চাই যখন গণনা শেষ হবে তখন মরাই জিতব।
VIDEO: Protesters gather outside the New York Public Library to demand that all votes be counted as the nation awaits the final results of the US electionhttps://t.co/yzYgDdXIBJ pic.twitter.com/8plftESojL
— AFP news agency (@AFP) November 5, 2020
অন্যদিকে গতকালই ভোট ‘জালিয়াতি’-র অভিযোগ এনে জো বাইডেনের বিরুদ্ধে তোপ দাগেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ভোট গণনা প্রকিয়া চালু রাখার জন্য নিউ ইয়র্কে জমায়েত করেন সাধারণ মানুষ। মিনেপোলিশে বিরাট সংখ্যক মানুষের জমায়েতও নজরে আসছে।