সোমবার থেকেই সুন্দরবনে শুরু পর্যটন ব্যবসা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একদিকে করোনো অন্যদিকে আমফানের জোড়া ধাক্কা কাটিয়ে উঠে সোমবার থেকেই সুন্দরবনে পর্যটন ব্যবসা আবার শুরু হয়ে যাচ্ছে। অনুমতি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফে অধিকর্তা সুধীর চন্দ্র দাস এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

পর্যটকদের আনাগোনা শুরুর অনুমতি দেওয়া হলেও কিছু কিছু বিধি নিষেধের কথা বলা হয়েছে, পাশা কঠোরভাবে করোনা স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলা হয়েছে পর্যটন ব্যবসায়ীদের।

মাস ছয়েক আগে বুলবুলের পর সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলিতে এতটাই ক্ষয়ক্ষতি হয়েছিল যে বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল সুন্দরবনের পর্যটন ব্যবসা। সেই রেশ কাটতে না কাটতেই মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয় লকডাউন।

দেশ জুড়ে করোনা সংক্রমণের কারণে দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের সঙ্গে সুন্দরবনেও পর্যটন ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এতে ঘোর বিপদে পরেন সুন্দরবনের পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত লঞ্চ, ভুটভুটি, হোটেল, গাইড সহ বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষজন।

আর ‌এই লকডাউনের মধ্যেই সুন্দরবনের বুকে আছড়ে পরে ঘূর্ণিঝড় আমফান। সেই আমফানের দাপটে সুন্দরবনের সজনেখালি, নেতিধোপানী, বুড়িরডাবরি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়। বেশকিছু বড় বড় গাছ এই পর্যটন কেন্দ্রগুলিতে উপড়ে পড়েছিল।

রাজ্যের মানুষকে নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, আসানসোলে সাংবাদিক বৈঠক থেকে তোপ সায়ন্তনের

জানা গিয়েছে প্রাথমিক ধাক্কা সামলে পর্যটন কেন্দ্রগুলি পর্যটনের উপযোগী করে তোলার চেষ্টা হচ্ছে।

আর তাই অন্যান্য পর্যটন স্থলে পর্যটনের অনুমতি দেওয়ার পাশাপাশি সুন্দরবনে পর্যটকদের যাতায়াতের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে পর্যটন চালু করার কথা ঘোষণার সঙ্গে সঙ্গে পর্যটন ব্যবসায়ীদের জন্য কিছু নির্দেশিকা জারি হয়েছে।

প্রথমত, ভ্রমণের শুরুতেই পর্যটকদের থার্মাল স্ক্যানিং করতে হবে।

দ্বিতীয়ত, সব পর্যটক ও পর্যটন কর্মীদের মাস্ক ব্যবহার করতে হবে।

তৃতীয়ত, সব লঞ্চ, ভুটভুটি গুলিকে জীবাণুমুক্ত করতে হবে, হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।

চতুর্থত, ১০ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সের পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পঞ্চমত, শারীরিক দূরত্ব বজায় রাখতে এক একটি পর্যটন কেন্দ্রে দিনে পাঁচটির বেশি লঞ্চ ও ভুটভুটিকে অনুমতি দেওয়া হবে না। এছাড়া, লঞ্চ ও ভুটভুটির সাইজ অনুযায়ী তাতে পর্যটকদের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট