NIA-র সমন কৃষক নেতাকে, প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর র‍্যালিতে অনড় কৃষকরা

দ্য কোায়ারি ওয়েবডেস্কঃ প্রায় দু মাসের কাছাকাছি পাঞ্জাব দিল্লী সীমান্তের সিঙ্ঘু বর্ডারে অবস্থান-বিক্ষোভ করছেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে ৯ বার কৃষি বিল নিয়ে আলোচনার পরেও কোন রফাসূত্র বের করা সম্ভব হয়নি।

এরই মাঝে কৃষি আইন এর বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের মনোবলে আঘাত হানতে কৃষক আন্দোলনের অন্যতম নেতা বলদেব সিং সিরসাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনআইএ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি দেশ বিরোধী সংগঠনের কাজে জড়িত থেকে আর্থিক সাহায্য নিয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছেন আন্দোলনরত কৃষকরা।

রবিরাব কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন বেশিরভাগ কৃষক এই বিলে সমর্থন জানিয়েছেন। ১৯ তারিখ কৃষকদের সঙ্গে ফের আলোচনায় বসার কথা।

কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন, কৃষকদের কাছে একটি বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবে বলা হয়েছে মান্ডির বিষয়ে বিস্তারিত আলোচনার কথাও। একই সঙ্গে মান্ডিতে ব্যবসায়ীদের প্রবেশ করা নিয়েও কৃষক ও কেন্দ্রের মধ্যে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি বলদেব সিং কে এন আই এর সমনের বিষয়ে ধিক্কার জানিয়েছেন কৃষকরা। কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত আরও ৪০ জন কৃষককে সমন করেছে দিল্লি। ডেকে পাঠানো হয়েছে পাঞ্জাবি অভিনেতা দীপ সিধুকে। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিরোমনি আকালি দলের নেতা সুখবীর সিং বাদল।

স্বেচ্ছাসেবী সংগঠন খালসা তরফে জানানো হয়েছে এন আই এর সমনে কৃষকরা হাজিরা দেবে। একইসঙ্গে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র‍্যালি যেকথা কৃষকদের তরফে জানানো হয়েছিল সেই মনোভাবে তারা অনড় থাকবেন বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/today-mamata-banerjee-at-nandigram-suvendu-at-kolkata/

উল্লেখ্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনরত কৃষকরা ট্রাক্টর র‍্যালির এই সিদ্ধান্তে সুর নরম করলেও এনআইএর সমন সেই আগুনে ঘি ফেলেছে।

কৃষকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবসে প্যারেড গ্রাউন্ড এলাকায় তারা মিছিল না করলেও দিল্লির বিভিন্ন এলাকায় এই বিশাল মিছিল চলবে। যতদিন না কোনো রফাসূত্র বের হচ্ছে ততদিন আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন কৃষকরা।১৯ জানুয়ারী আলোচনায় কোনো রফা সূত্র বের হয় কিনা সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

সম্পর্কিত পোস্ট