ফের উন্নাওয়ে মর্মান্তিক ঘটনা, জমি থেকে উদ্ধার দুই কিশোরীর মৃতদেহ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের উত্তরপ্রদেশের উন্নাওয়ে মর্মান্তিক ঘটনা। জমিতে ঘাস কাটতে রহস্যমৃত্যু দুই দলিত পরিবারের কন্যার। আরও একজনের অবস্থা সংকটজনক। ফের প্রশ্নের মুখে যোগীর রাজ্যের নিরাপত্তা।
বুধবার উন্নাও জেলার বাবুরা এলাকায় ঘটে ঘটনা। ভরদুপুরে ঘটে যাওয়া ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আরও একবার। মৃত দুই কিশোরীর বয়স ১৩ বছর এবং ১৬ বছর। চিকিৎসাধীন অপর এক কিশোরীর বয়স ১৭ বছর।
স্থনীয় বাসিন্দাদের অভিযোগ, বিষপ্রয়োগ করা হয়েছে কিশোরীদের ওপর। পরিবারের তরফে অভিযোগ, মাঠে ঘাস কাটার জন্য দুপুর আড়াইটে নাগাদ বের হয় তিন জন। কিন্তু পরে অন্ধকার হয়ে যাওয়ার পরেও তাঁরা ফেরেনি। পরে তাঁদেরকে জমি থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জনকে মৃত বলে ঘোষণা করা হয়। একজনের জরুরী ভিত্তিতে চিকিৎসা শুরু হয়। সংকটজনক অবস্থায় ভর্তি ওই কিশোরীর বয়ান এখনও নেওয়া সম্ভব হয়নি। এখনও অবধি কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
আরও পড়ুনঃ অপরাধ ‘বিরল’, স্বাধীন ভারতে প্রথমবার ফাঁসি হতে চলেছে মহিলার
পুলিশের তরফে জানানো হয়েছে, জমি থেকে সরাসরি হাসপাতালে নিয়ে আসা হয় কিশোরীদের। তাই হাত পা বাঁধা ছিল কিনা সেবিষয়ে পুলিশের তরফে জানা নেই। উদ্ধার করার সময় মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছিল। দেহে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে জানা গিয়েছে।
নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখার জন্য তদন্তকারী দল গঠন করা হয়েছে। জেরা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
Devastated by the news from Unnao (UP), where 2 Dalit minor girls found dead and one is struggling for life. Injured survivor should immediately be shifted to AIIMS Delhi. Dalits are continuously under attack in India, let’s not normalise such atrocities. #Save_Unnao_Ki_Beti
— Chandra Shekhar Aazad (@BhimArmyChief) February 18, 2021
আহত কিশোরীকে দ্রুত এইমস হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আর্জি জানিয়েছেন ভিম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। যেভাবে প্রতিনিয়ত দলিত মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে, তার তীব্র নিন্দা করেন তিনি।