যাত্রী সুবিধার্থে শহরের রাস্তায় চালু ট্রাম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শেষ হল ট্রায়াল রান। রবিবার থেকে শহরের রাস্তায় চলবে ঐতিয্যবাহী ট্রাম। লক ডাউনের কারণে অন্যান্য পরিবহন পরিষেবার মতো ট্রাম ও প্রায় তিন মাস ধরে বন্ধ রাখা হয়েছিলো।
যাত্রীদের সুবিধার্থে শহরের রাস্তায় ট্রাম নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। প্রাথমিকভাবে টালিগঞ্জ – বালিগঞ্জ এর মধ্যে চলবে এই ট্রাম পরিষেবা।
পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখেএবং সম্পূর্ণ সুরক্ষা বিধি মেনেই যাত্রীদের টাকা তোলা হবে।
কোয়ারেন্টাইন শেষেই মিলছে কাজ, সরকারের উদ্যোগে খুশি পরিযায়ী শ্রমিকরা
সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ট্রাম চলবে এই রুটে। যেহেতু যাত্রীদের সংখ্যা বেশি তাই তাই চাপ সামলাতে প্রতি ৪০ মিনিট অন্তর অন্তর ট্রাম চালানো হবে বলে পরিবহন দপ্তরে র তরফে জানানো হয়েছে।
সুরক্ষা বিধির কথা মাথায় রেখে জমে ওঠার ক্ষেত্রে যাত্রীদের মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে পরিবহন দপ্তর। জানা গিয়েছে কোন সংক্রমণ যাতে ছড়াতে না পারে তার জন্য ট্রাম ডিপো থেকে যাত্রা শুরু করার আগে এবং ডিপোতে পৌঁছানোর পর দুবার করে চেঞ্জ করা হবে।
প্রসঙ্গত , আম্ফানের কারণে শহরের একাধিক রাস্তায় ট্রামের বৈদ্যুতিন তার ছিড়ে গেছে। এখনো তা মেরামতের কাজ চলছে।