রাজ্যের ৬৯ টি জায়গায় শুরু হয়েছে টিকাকরণের দ্বিতীয় পর্বের ট্রায়াল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টিকাকরণের আগে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল। দেশের ৭৩৬ জেলায় শুরু হয়েছে দ্বিতীয় ধাপের ট্রায়াল। শুক্রবার থেকে তিনটি ধাপে চলবে দ্বিতীয় ধাপের মহড়া। রাজ্যের ৬৯ টি এলাকা চিহ্নিত করে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের মহড়া। প্রত্যেক জেলার তিনটি করে জায়গায় চলছে ড্রাই রান। কলকাতার পাচটি হাসপাতালে চলছে ড্রাইরান।

পাশাপাশি উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং অরুণাচলপ্রদেশে শুরু হয়েছে দুই পর্বের মহড়া। এই সমস্ত রাজ্যে চলবে না ড্রাই রান। টিকার মহড়া সরেজমিনে খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন। দিল্লির বেশীরভাগ জেলাতেই চলবে এই প্রক্রিয়া। একইসঙ্গে মহারাষ্ট্রের ৩০ টি জেলা এবং ২৫ টি মিউনিসিপ্যাল এলাকায় শুরু হয়েছে ড্রাই রান।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৫ জন করে স্বাস্থ্যকর্মী বেছে নিয়ে টিকার ডামি ট্রায়াল চলবে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন জেলার স্বাস্থ্য আধিকারিকরাও।

কিভাবে হবে এই প্রক্রিয়া

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় পর্বের মহড়ায় কো-উইন অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন মডিউল এবং রেজিস্ট্রেশন মডিউল আপডেট করতে হবে। টিকার দেওয়ার আগে যারা নাম নথিভুক্ত করেছেন তাঁদের সমস্ত তথ্য নেওয়া হবে। নিজের পাসপোর্ট সাইজ ফটো, প্যান কার্ড, পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট সমস্ত কিছু দিতে হবে। টিকা দেওয়ার আগে এসএমএসের মাধ্যমে স্থান এবং সময় বলে দেওয়া হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/legal-notice-to-babul-supriya-by-abhishek-banerjee/

অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শুক্রবারই আসতে চলেছে কোভিড ভ্যাকসিনের ৬ লক্ষ ডোজ। ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারীর করোনা যোদ্ধাদের জন্য ৬ লক্ষ টিকা ডোজ আনার কথা বলা হয়েছে।

গত কয়েকদিনে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লক্ষ ১৩ হাজার ৪১৭ জন।

সম্পর্কিত পোস্ট