তৃণমূল কর্মীদের মারধরের প্রতিবাদে গাইঘাটায় তৃণমূলের ধিক্কার মিছিল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সম্প্রতি উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বকচর এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবাদে সাংসদ সৌমিত্র খাঁ ও সাংসদ শান্তনু ঠাকুর গাইঘাটা থানার সামনে রাতভর অবস্থান বিক্ষোভে বসেন। তারা দাবি করেন তৃণমূলের সন্ত্রাস বাহিনী বিজেপি কর্মীদের মারধর করেছে।
অন্যদিকে বকচরায় বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ আঢ্য ও সুদেব কুণ্ডুকে বিজেপি কর্মীরা মারধর করেছন বলে দাবি করে শাসক দল।
যার প্রতিবাদে ও তৃণমূল কর্মীদের উপর বিজেপির হামলার প্রতিবাদে রবিবার বিকালে তৃণমূলের পক্ষ গাইঘাটায় একটি ধিক্কার মিছিল করেন।
রবিবার এলাকায় সারপ্রাইজ ভিসিটে আসানসোলের মেয়র
এদিন প্রায় হাজার খানেক তৃণমূল কর্মী নিয়ে চাঁদপাড়া থেকে মিছিল শুরু হয় বকচারা ঘুরে 10 মাইল এসে মিছিল শেষ হয়।
মিছিল শেষে বনগাঁ দক্ষিণের বিধায়ক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, বিজেপি গাইঘাটায় সন্ত্রাস কায়েম করছে। তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে মারধর করছে। তারই প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল।