মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্য়সভার আসনে তৃণমূলের প্রার্থী সুস্মিতা দেব !
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অক্টোবর মাসের ৪ তারিখ ভোট । ওইদিনই গণনা। বিধায়ক সংখ্যার নিরিখে মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে এবার কাকে প্রার্থী করতে চলেছে তৃণমূল তা নিয়ে জল্পনা চলছে।
তবে কালীঘাট সূত্রে যে কয়েকটি নাম উঠে আসছে তার মধ্যে অন্যতম সুস্মিতা দেব। দিন কয়েক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন অসমের এই দাপুটে নেত্রী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মহোন দেবের কন্যা তৃণমূলে যোগ দেওয়ায় রাজনৈতিক দিক থেকে বাড়তি অ্যাডভান্টেজ তো বটেই।
সূত্র মারফত জানা গিয়েছে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার আগে অসমে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করতে সুস্মিতা দেবকে নিয়ে আগ্রহী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই তাকে রাজ্যসভার আসনে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল দল। যদিও এ বিষয়ে কিছুই জানাননি সুস্মিতা দেব।
এই মুহুর্তে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসের জমি শক্ত করতে জোরদার লড়াই চালাচ্ছেন তিনি।
প্রসঙ্গত দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে জহর সরকারকে দাঁড় করিয়ে চমক দিয়েছিল ঘাসফুল শিবির। তাই এবারেও মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে সামনের সারিতে কাকে নিয়ে আসা হয় তা নিয়ে জোর জল্পনা চলছে।
সরকারী প্রকল্পের টাকা জোগাতে হিমশিম, নতুন রাস্তা তৈরির বাজেটে ৬০ শতাংশ খরচ কমানোর নির্দেশ
প্রসঙ্গত, সুস্মিতা দেবের মত একসময় কংগ্রেস ঘরানার রাজনীতি করেছেন মানস ভুঁইয়াও। দীর্ঘদিন তিনি কংগ্রেসের টিকিটে জিতে সবং এর বিধায়ক ছিলেন। পরে যোগ দিয়েছিলেন তৃণমূলে । এরপর ২০১৭ সালে তাঁকে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় ।
২০২১ সালে আবারও তাঁকে সবং থেকেই প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো। সবং থেকে জয়ী হয়েছিলেন তিনি। এরপরই মন্ত্রী পদে বসার আগেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন।উল্লেখ্য পশ্চিমবঙ্গ ছাড়া ও রাজ্যসভার উপনির্বাচন হচ্ছে অসম , তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে।