ঘরের মেয়ে সুস্মিতার হাত ধরেই অসম জয়ের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একুশের জয়লাভের পর দলকে অন্য অন্য রাজ্যে ছড়িয়ে দিতে মরিয়া তৃণমূল। সে লক্ষ্যেই এগোচ্ছে জোড়াফুল শিবির। ত্রিপুরার পর অসমে বীজ বপন করতে চাইছে তৃণমূল কংগ্রেস।
সেক্ষেত্রে সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুস্মিতা দেবের উপরই ভরসা রাখছে এরাজ্যের শাসকদল। তাঁর হাত ধরেই অসমে সংগঠন গড়ে তোলার চেষ্টায় ঘাসফুল শিবির। অসমের ঘরের মেয়ে সুস্মিতাকে কাজে লাগিয়েই অসমে সদস্য সংগ্রহ অভিযানে নামতে চলেছে তৃণমূল।
সূত্রের খবর, চলতি মাসের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে অসমে তৃণমূলের কর্মসূচি রয়েছে। জানা গিয়েছে, সদস্য সংগ্রহ করতে অসমের একাধিক জায়গায় সাংগঠনিক বৈঠক করবে তৃণমূল। চলবে যোগদান পর্বও।
ভার্চুয়ালি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্সের কৃতীদের সংবর্ধনা দেবে সরকার
সূত্রের খবর, ইতিমধ্যেই অসমে তৃণমূলের হয়ে কাজ শুরু করেছে ভোটকুশলী প্রশান্ত কিশোর। তৃণমূল অন্দরের খবর, ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক অসমে তৃণমূলের হয়ে সমীক্ষা চালাচ্ছে।
রাজনৈতিক মহল মনে করছে, অসমে তৃণমূলের এই অভিযান সফলই হবে। কারণ শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের কংগ্রেস থেকে পদত্যাগের দুদিন পরেই ৩৪ জন নেতা কংগ্রেসে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বরাত উপত্যকায় ইতিমধ্যেই তৃণমূল সংগঠন গড়ে তুলতে সচেষ্ট তাঁরা।