দ্রুত উপনির্বাচনের দাবিতে আজ দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৫ই নভেম্বরের মধ্যে কোনও এক বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচন ও দুই বিধানসভা কেন্দ্রে ভোট চাইছে তৃণমূল। এনিয়ে দরবার করতে আজ দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল।
৫ জনের প্রতিনিধিদলে রয়েছেন সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, মহুয়া মৈত্র, জহর সরকার ও সাজদা বেগম। দুপুর সোয়া ৩টে নাগাদ নির্বাচন কমিশনে যাবেন তাঁরা।
সূত্রের খবর, রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি কোভিড বিধি মেনে হবে, কমিশনের কাছে এমনই দাবি করবে তৃণমূল।
নির্বাচন কমিশনে তৃণমূলের তরফে একাধিকবার দ্রুত উপনির্বাচন করানোর দাবি জানানো হয়েছে। কিন্তু এখনও নির্বাচন কমিশন কোনও সিদ্ধান্তের কথা জানায়নি। করোনা পরিস্থিতি বিবেচনা করেই উপনির্বাচনের দিনক্ষণ স্থির করছে না বলে ওয়াকিবহাল মহলের ধারণা।
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে ‘তোলা আদায়ে’ অভিযুক্ত BJP নেতৃত্ব
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন নভেম্বর মাসের মধ্যেই উপনির্বাচন না হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা দিতে হবে। এই সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আগেই তৃণমূল চাইছে দ্রুত উপনির্বাচন হোক।
৫ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং দুটি কেন্দ্রের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। দিনহাটা, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, শান্তিপুর, খড়দহ, ভবানীপুর, গোসাবাতে নির্বাচন হওয়ার কথা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে কমিশনের তরফ থেকে ৩০ অগাস্টের মধ্যে নির্বাচন করা নিয়ে যে মতামত জানতে চাওয়া হয়েছিল তা জানিয়ে দেওয়া হবে আজই।