দীনেশ ত্রিবেদির নেতৃত্বে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল

রবিবার রাতে জেএনইউতে তান্ডব চালায় গেরুয়া বাহিনী। আক্রান্ত হন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ, অধ্যাপিকা সুচরিতা সেন সহ অনেকে।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জেএনইউ কান্ডের প্রতিবাদে ক্রমশ বাড়ছে রাজনৈতিক পারদ। জেএনইউ এর ঘটনা সার্জিক্যাল ফ্যাসিস্ট স্ট্রাইক। কেন্দ্রের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার রাতে জেএনইউতে তান্ডব চালায় গেরুয়া বাহিনী। আক্রান্ত হন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ, অধ্যাপিকা সুচরিতা সেন সহ অনেকে।

জেএনইউ এর খবর প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে তীব্র নিন্দায় সরব হয়েছে সব মহল।

আরও পড়ুনঃ রক্তাক্ত জেএনইউ , দায় নেবে কে?

রবিবার রাতে টুইট বার্তায় তিনি জানিয়েছেন, “জেএনইউতে পড়ুয়া এবং শিক্ষকদের ওপরে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করছি। এমন ঘৃণ্য ঘটনার ব্যখ্যা করার মতো ভাষা নেই। এটা আমাদের গণতন্ত্রের পক্ষে লজ্জা। জেএনইউ-র প্রতি সংহতি জানাতে দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে সোমবার।”

সেইমতই সোমবার দিল্লি পৌঁছেছেন তৃণমূলের প্রতিনিধি দল।তবে তাঁদের বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

মূল গেটের বাইরে আটকে দেওয়া হয় তাঁদের।  দীনেশ ত্রিবেদী ছাড়াও ওই দলে রয়েছেন সাজদা আহমেদ, মানষ ভুঁইঞা এবং বিবেক গুপ্তা।

তবে এই ঘটনায় প্রতিবাদের স্রোতে গা না ভাসিয়ে সম্পূর্ণ বিপরীত পথে হেঁটে গেরুয়া বাহিনীর বর্বরচিত আক্রমণকে সমর্থন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায় ‘‘হিসেব বরাবর হচ্ছে।’’

সম্পর্কিত পোস্ট