হাত-পা কেটে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিরোধীদের হাত-পা কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা সভাপতি! রবিবার গাজোলের এক পথসভা থেকে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূল কংগ্রেস হাতে বালা পড়ে বসে নেই। আমাদের বাঁশ দেখালে ওই হাত খসিয়ে দেওয়া হবে, পা কেটে নেওয়া হবে!”

আব্দুর রহিম বক্সি শুধু তৃণমূলের জেলা সভাপতি নয়, তিনি মালদার মালতিপুর কেন্দ্রের বিধায়কও বটে। বিরোধীদের হাত-পা কেটে নেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি এদিন তিনি বলেন, “আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ থাকতে বলেছেন বলেই আমরা শান্ত আছি।” এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে ফের বলেন, “পঞ্চায়েত নির্বাচনে বাঁশের বদলে বাঁশ হবে।”

রহিম বক্সির দাবি, বিরোধীরা ভয় দেখিয়ে তৃণমূলের কাছ থেকে রাজনৈতিক কর্তৃত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “বুথে বুথে তৃণমূল কর্মীরা ঐক্যবদ্ধ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শান্ত থাকতে বলেছেন বলেই আমরা চুপ আছি।”

“সিপিএমের কাগজে চিটফান্ডের বিজ্ঞাপন থাকে”, নাম না করে গণশক্তিকে বিঁধলেন মমতা

সিপিএমকে নিশানা করে বলেন, “৩৪ বছরে ওরা রাজ্যটাকে ছারখার করে দিয়েছে, খুন-জখম করেছে।” বিজেপিকে নিশানা করে বলেন, “কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমরা ওতে দমে যাব না।”

তৃণমূল জেলা সভাপতি এই ভয়ঙ্কর হুমকি ঘিরে ইতিধ্যেই বিতর্ক শুরু হয়েছে। উল্লেখ্য এই আব্দুর রহিম বক্সি একসময় বামফ্রন্টের শরিক দল আরএসসির বিধায়ক ছিলেন। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

সম্পর্কিত পোস্ট