দলবিরোধী কাজের অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দলবিরোধী কাজের অভিযোগে খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল এবং জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে বহিষ্কার করল তৃণমূল। এখনও অবধি প্রাক্তন বিধায়কের পক্ষ থেকে কোনও উত্তর মেলেনি।
বিজেপি বিরোধী শক্তি তৈরি করে বিজেপিকে পিছনে ফেলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এল তৃণমূল। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন এবারের নির্বাচনে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর থেকে তৃণমূলকে সাফ করবে বিজেপি। কিন্তু তা হয়নি। পুর্ব মেদিনীপুরের ১৬ টি বিধানসভার মধ্যে ৯ টি জিতেছে তৃণমূল বাকি ৭ টি পেয়েছে বিজেপি।
দলের ফলাফল ভালো হলেও কাঁটা হয়ে দাঁড়িয়েছে গোষ্ঠীকোন্দল। এবার দলবিরোধী কাজের অভিযোগে খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল এবং জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে বহিষ্কার করল তৃণমূল।
শনিবার এই খবর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছেন রণজিৎ মণ্ডল এবং আনন্দময় অধিকারী। তাই তাঁদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আনন্দময় অধিকারী নিজে পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে পদত্যাগ করানো হবে।
বিধানসভা নির্বাচনে খেজুরি এবং হলদিয়ায় তৃণমূলের কাছে হেরেছে বিজেপি। এর পিছনে দুই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা রণজিৎ মণ্ডল এবং আনন্দময় অধিকারী যুক্ত রয়েছেন বলে মনে করছে তৃণমূল। দুই জনের তরফে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি।