বিধানসভা নির্বাচনের আগে হলদিয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের আগে হলদিয়ার পুরসভার চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পুরসভার নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত করতে হবে সুধাংশু মন্ডলকে।
তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের চিঠি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন কাউন্সিলরদের একাংশ। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। একবারে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।
কাউন্সিলরদের একাংশের অভিযোগ, দলীয় হুইপ জারি করে শ্যামল আদককে হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছিল। একইভাবে দলীয় হুইপ জারি করে সুধাংশু মন্ডলকেও চেয়ারম্যান পদের জন্য নিযুক্ত করা হল। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
আরও পড়ুনঃ মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনকে সমর্থন বিজেপির, ভোটবাজারে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বিপুল ঘোষণা মুখ্যমন্ত্রীর
যদিও নবনিযুক্ত চেয়ারম্যান সুধাংশু মন্ডলের দাবী দলীয় হুইপ ছিল কিনা তাঁর জানা নেই। তিনি কাউন্সিলরদের দ্বারাই নির্বাচিত হয়েই চেয়ারম্যান হয়েছেন। তাছাড়া চেয়ারম্যান পদের জন্য তার কেউ প্রতিদ্বন্দ্বী ছিলনা।
যদিও বিজেপির বক্তব্য চেয়ারম্যান নিয়ে দলের হুইপ জারি তৃনমূলের গোষ্ঠীদ্বন্দের ফল। এই দল আর ভবিষ্যতে থাকবেনা।
গেরুয়া শিবিরের কটাক্ষ প্রসঙ্গে তৃনমূলের জেলা সহ সভাপতি চিত্ত মাইতি জানালেন বিজেপির মধ্যে নতুন পুরোনো সদস্যদের মধ্যে অন্তঃকলহ প্রকাশ্যে। ওদের সমস্যা আগে মেটাক।তৃনমূলের ব্যাপারে নাক গলানোর দরকার নেই।
উল্লেখ্য, ১৫ ই জানুয়ারী ব্যক্তিগত কারণ দেখিয়ে শ্যামল আদক চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এরপর ভাইস চেয়ারম্যান সুধাংশু মন্ডলকেই চেয়ারম্যান পদে বসান হল।