আমফানের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাতভর বোমাবাজি, উত্তপ্ত উত্তর ২৪ পরগণার দেগঙ্গা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আমফান দুর্নীতি নিয়ে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত উত্তর 24 পরগনার দেগঙ্গা।রাতভর বোমাবাজি। মিলল এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমাও। বোমাবাজির জেরে আতঙ্কে বাড়ি ছেড়ে পালালেন অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল কর্মী। সকালে বাড়িছাড়া তৃণমূল কর্মীদের ঘরে ফেরানোর ব্যবস্থা করলেন দেগঙ্গা থানার পুলিশ। এই ঘটনায় তদন্ত শুরুর পাশাপাশি উভয়পক্ষের মোট পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর সঙ্গে দীর্ঘদিনের বিবাদ অঞ্চল সভাপতি আব্দুর রাজ্জাকের। পঞ্চায়েতের স্বজনপোষণ,আমফান দুর্নীতি ও টেন্ডারে অনিয়ম নিয়ে সেই বিবাদ চরমে ওঠে সম্প্রতি ।
এরই মধ্যে শনিবার রাতে চাঁপাতলা পঞ্চায়েতের গাংনিয়া এলাকায় অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধান ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে। বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে বাড়ি ছেড়ে পালান অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা।
এরপরও রাতভর এলাকায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ উঠেছে। বোমাবাজির হাত থেকে রেহাই মেলেনি চাঁপাতলা অঞ্চলের তৃণমূল সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িও। বোমার স্প্রিন্টার ছিঁটকে বাড়ির জানলার কাচের সামান্য ক্ষতি হয়েছে বলেও খবর।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/delhi-riot-sitharan-yechuri-yogendra-yadavs-name-in-delhi-polices-suplimentary-chargesheet/
এদিকে,এলাকায় বোমাবাজির ছাপ স্পষ্ট। সকালেও এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বোমার সুতলি ও স্প্রিন্টার।এরপর খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। ফেরানো হয় বাড়িছাড়া তৃণমূল কর্মীদেরও। ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির অনুগামীদের মধ্যে।
অঞ্চল সভাপতির অনুগামী তৃণমূল কর্মীদের অভিযোগ,”পঞ্চায়েতের স্বজনপোষণ ও আমফান দুর্নীতি নিয়ে মুখ খোলার কারনেই পরিকল্পনা করে হামলা চালিয়েছে প্রধানের ঘনিষ্ঠ লোকজন। রাতভর বোমাবাজিও করা হয়েছে এলাকায়। আতঙ্কে অনেকেই বাড়ি থেকে পালিয়ে বাঁচেন। সকালে পুলিশ এসে বাড়ি ছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে”।
যদিও অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান ঘনিষ্ঠ মনাত আলি বলেন,”এলাকায় নিকাশিনালার কাজ করতে বাধা দিচ্ছিলেন অঞ্চল সভাপতির অনুগামীরা। তার প্রতিবাদ করেছিলেন এলাকার লোকজন। সেই কারনে এলাকায় বোমাবাজি করে আতঙ্ক তৈরি করতে চাইছেন দুষ্কৃতীরা। পুলিশকে কাছে আবেদন করা হয়েছে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে”।
অন্যদিকে,সকালে দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ। তাঁরা জানিয়েছে,”উদ্বার হওয়া বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। যারাই যুক্ত থাকুক তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।