বাবুল রুদ্রনীলের গান নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কদিন আগেই “নিজেদের মতে, নিজেদের গান” গেয়েছিলেন টলিউডের এক ঝাঁক শিল্পী৷ তাঁদের বার্তা ছিল, “আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব।” গানের মাধ্যমেই এর পলটা জবাব দিয়েছেন বাবুল সুপ্রিয়, রুদ্রনীল ঘোষরা। তাঁদের মিউজিক ভিডিওতে বলা হল ‘তুমি অন্য কোথাও যেও না তুমি এই দেশেতেই থাকো’।
এই গানেই ‘দিদি তুমি আমাদের ভালোবাস না’ শীর্ষক সেই ভিডিয়ো সামনে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। আর এই মিউজিক ভিডিও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে এই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল৷
বুধবার বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকে গানটি পোস্ট করে লেখা হয় “বড় যত্ন করে মিথ্যে বলে বিকৃত করে ইতিহাস, বৃথা স্বপ্ন দেখো বাঙালি আবার পড়বে তোমার সিলেবাস”। গানে বাবুল-রুদ্রনীল ছাড়াও রয়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য ।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেন, “এই মিউজিক ভিডিও নিয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করব। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এই ভিডিও করা যায় না। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য এসব করা হয়েছে৷ পাঁচ দফার ভোটের আগে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি৷”
প্রথমে করোনা এবার নির্বাচনের কারণে দীর্ঘ দিনের জন্য বন্ধ মহানগরীর একাধিক স্কুলের দরজা
প্রসঙ্গত, এই ভিডিয়োতে ৪৬-এর দাঙ্গা, বাংলাদেশের পটভূমির কিছু দৃশ্য এবং অতীতের কিছু খবর নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়ছে। আজ বিজেপির এই মিউজিক ভিডিয়ো নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, ‘এই ভিডিয়োতে ৪৬-এর দাঙ্গা, বাংলাদেশের পটভূমির কিছু দৃশ্য এবং অতীতের কিছু খবর নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়ছে। আমরা বিষয়টি কমিশনে জানাবো।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, মরিচঝাঁপি, সাইবাড়ি বা বিজন সেতুর কথা উল্লেখ আছে। আছে কালিয়াচক ও ধূলাগড়ের ঘটনার কথা। খাগড়াগড় বিস্ফোরণের কথাও তুলে ধরা হয়েছে ওই ভিডিয়োতে। এ ভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। প্রতিকার চেয়ে তারা কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, বাবুল সুপ্রিয় জানিয়েছেন, ভোটের আবহে রাজনৈতিক মতবাদ নিয়ে গান তৈরি করা স্বাভাবিক।