এবারও মধ্যরাতে স্বাধীনতা দিবস পালন তৃণমূলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতিবছর স্বাধীনতা দিবস মধ্যরাতে পালন করেন করে তৃণমূল কংগ্রেস। এবছরও তাঁর ব্যতিক্রম হল না।

ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় দিনটি উদযাপনে তাঁর পুরোনো ধারা বজায় রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এই উপলক্ষ্যে রাজ্যের মানুষকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। পাশাপাশি দিয়েছেন সাবধনাতার বার্তাও। বিগত বছরগুলোর থেকে এবছরের প্রেক্ষিত আলাদা।

মারন ভাইরাস করোনা রাজ্যের মানুষের জীবনযাত্রার ধরন বদলে দিয়েছে। এই মুহূর্তে এর দাপটে গোটা বিশ্বের মতো বেসামাল ভারতীয়রাও। তাই স্বাস্থ্যবিধি মেনে গোটা দেশেই এই উ‍ৎসব পালিত হচ্ছে।

দর্শকশূন্য রেডরোডে স্বাধীনতা দিবস পালন করবে রাজ্য

এদিন এ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বলেন,প্রতিবছর আমরা মধ্যরাতে তিরঙ্গা উত্তোলন করি। এই বছর একই কাজ করা হবে, তবে নিরাপদে থাকুন। একটি মাস্ক পরুন এবং দূরত্ব বজায় রাখুন। আমাদের মহান জাতি অনেক চ্যালেঞ্জকে অতিক্রম করেছে। এটিও পরাভূত হবে। জয় হিন্দ। বন্দে মাতরম।

পাশাপাশি ফেসবুকে তাঁর বার্তা, ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশমাতৃকাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সকল দেশবাসীকে উষ্ণ অভিনন্দন জানাই। প্রতিবছরের মতো এবছরও আমরা মধ্যরাতে স্বাধীনতা পালন করব।

সম্পর্কিত পোস্ট