হাথরাসের ঘটনায় দোষীদের শাস্তি ও নারী নিরাপত্তা সুরক্ষিত করার দাবিতে পথে তৃণমূলের আইনজীবি সেল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনার প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে বারাসাত আদালত চত্বরে প্রতিবাদ সভা আয়োজিত হয় সোমবার।
উত্তর ২৪ পরগনার বারাসাত আদালত চত্বরে উত্তরপ্রদেশের দলিত তরুনীর উপর পাশবিক নির্যাতন ও খুনের প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা সংঘটিত হয়।
উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল আইনজীবী সেলের সভাপতি শান্তময় বোস বলেন, উত্তর প্রদেশের হাথরাসে যে জঘন্য ঘটনা ঘটেছে এবং ভারতবর্ষে মহিলারা যেভাবে দিনের-পর-দিন নির্যাতিত হচ্ছেন, তাতে তারা তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে চিন্তিত। বিজেপি যদি এইভাবে চলতে থাকে তাহলে ভারতবর্ষের অবস্থা আরও করুণ হবে। সারা ভারতবর্ষে যাতে মহিলারা শান্তিতে রাস্তায় বেরোতে পারে, মোদি ও যোগীর মত অপদার্থ লোক কোন দায়িত্বে না থাকতে পারে তার প্রতিবাদে আজকে আমাদের পথসভা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mamata-banerjee-will-inaugurate-the-virtual-pujo-from-the-15th/
প্রসঙ্গত, এর আগে, হাথরসে গণধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামে বাম ও কংগ্রেস প্রভাবিত আইনজীবীদের সংগঠন । সারা ভারত আইনজীবী সংঘ ও কংগ্রেসের আইনজীবী সেলের যৌথ উদ্যোগে সেই প্রতিবাদ মিছিল সংঘঠিত হয় ।
সেদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন আইনজীবী মিহির দাস ও কংগ্রেসের আইনজীবী সেলের জেলা কনভেনার তারক মুখোপাধ্যায় । মিছিল থেকে হাথরসের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তাঁরা । আওয়াজ ওঠে এই রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতন নিয়েও ।