প্রয়াত কাজল সিনহার ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন খড়দায়, গ্রেফতার ৫
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর মহকুমা অঞ্চলের খড়দহ বিধানসভার প্রয়াত বিধায়ক কাজল সিনহার ঘনিষ্ঠ রণজয় শ্রীবাস্তব শুক্রবার গভীর রাতে দুস্কতিদের গুলিতে নিহত হলেন। বাড়ীর কাছেই গুলিবিদ্ধ হন তিনি।
নীল রঙের একটি অল্টো গাড়ি করে যাওযার সময় খড়দহ থানার বাগদি পাড়া এলাকায় তাকে লক্ষ করে চার রাউন্ড গুলি চালায় দুস্কতিরা। দুষ্কৃতীদের ছোঁড়া গুলি তার বুকে লাগে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে ব্যারাকপুর বিএনবোস হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ভোররাতে কলকাতার বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ।
সূত্রের খবর, এলাকায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ওই তৃণমূল নেতার সঙ্গে বচসা শুরু হয় স্থানীয় একদল যুবকের। এরপর দফায় দফায় সংঘর্ষ হয় দুই দলের মধ্যে।
রাতে রক্তদান শিবির শেষ হলে বাড়ি ফেরার সময় বিটি রোডের উপর তৃণমূল নেতা রণজয়ের গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা। ফের তাদের সঙ্গে বচসা শুরু হলে গাড়ি থেকে বেড়িয়ে আসে ওই যুব তৃণমূল নেতা। বচসা বাড়লে দুষ্কৃতীদের ছোড়া গুলি লাগে গলায় লাগে রণজয়ের।
টিটাগড় পুরসভার প্রশাসক ও তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরীর অভিযোগ, খুনের পিছনে বিজেপির হাত রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু তৃণমূল নেতার, পাল্টা দাবি করেছে বিজেপি।
রনজয় শ্রীবাস্তব এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে পরিচিত ছিলেন। কী উদ্দেশ্যে এই খুন? সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। এই খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।