তৃণমূলের মেগা শো বঙ্গধ্বনি যাত্রা, রোড-শো পার্থ-ফিরহাদ-সুব্রত-অরূপের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে এবার ঘরে ঘরে পৌঁছে যেতে চাইছে তৃণমূল। শুক্রবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এই কর্মসূচি।এ ই যাত্রায় রাজ্যের প্রতিটি গ্ৰামের বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল কংগ্রেসের ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে দেওয়া হবে।

তৃণমূলের দাবি, বিজেপি মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই যাত্রায় তাকেও প্রতিহত করা যাবে। এদিন শহর কলকাতার বিভিন্ন প্রান্তে এই বঙ্গধ্বনি যাত্রাকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় শুক্রবার থেকেই রাস্তায় নেমে পড়েছেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরুপ বিশ্বাসের মতো মন্ত্রীরা। এ ছাড়াও জেলায় জেলায় রাস্তায় নেমেছেন গৌতম দেব, জ্যোতিপ্রিয় মল্লিক, রবীন্দ্রনাথ ঘোষ সহ অনেক মন্ত্রী-বিধায়ক।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/calling-the-dg-and-cp-in-this-way-is-against-the-federal-structure-kalyan-banerjrr/

এদিন এই কর্মসূচি থেকে দলের নেতা-কর্মীরা সাধারণ মানুষের কাছে বিভিন্ন দফতরের কাজের খতিয়ান উল্লেখ করে রিপোর্ট কার্ড তুলে ধরেন।

শিক্ষা দফতরের উন্নয়নের খতিয়ান থেকে স্বাস্থ্য দফতর কী কাজ করেছে, গ্রামেগঞ্জে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ থেকে তফসিলি জাতি ও উপজাতির উন্নয়ন কতটা হয়েছে, তার তুলনামূলক তথ্য তুলে ধরা হয়েছে রিপোর্টে।

বাংলা ও ইংরেজিতে রিপোর্ট কার্ড প্রকাশ করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘এই রিপোর্ট কার্ড নিয়ে তৃণমূলের বিভিন্ন স্তরের চার হাজার নেতা মানুষের কাছে পৌঁছে যাবেন। শুক্রবার মিছিল করে প্রতিটি বিধানসভা এলাকায় এই বঙ্গধ্বনি কর্মসূচি শুরু হবে।

রাজ্যের এক কোটি পরিবারের কাছে আমরা পৌঁছতে চাই। বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে এই রিপোর্ট কার্ড তুলে দেওয়া হবে।’ তৃণমূল সূত্রের খবর, রাজ্য থেকে ব্লকস্তরের তৃণমূল নেতৃত্বকে নিয়ে মোট ৯৫০টি টিম তৈরি করা হবে। এই টিম রাজ্যের মোট ২৭৫০০ শহর, গ্রাম, ওয়ার্ড, জনপদে যাবে। মোট ২.৫ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করবেন তৃণমূলের সর্বস্তরের নেতারা।

সম্পর্কিত পোস্ট