West Bengal Election: যোগী রাজ্যের পুলিশে ভোটে আপত্তি তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশ ও অন্য বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে সেখানকার সশস্ত্র পুলিশদের এরাজ্যের নির্বাচনের জন্য নিয়ে আসা হচ্ছে ৷ এবং তাদের বিভিন্ন জেলায় মোতায়েন করা হচ্ছে ৷ এবার তা বন্ধ করতে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস ৷
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিককে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে জানানো হয়, উত্তরপ্রদেশ ও বিজেপি শাসিত অন্য় রাজ্যগুলি থেকে সশস্ত্র পুলিশ নিয়ে আসা হচ্ছে ৷ এবং তাদের এরাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনী কাজে পাঠিয়ে দেওয়া হচ্ছে৷
পুরো বিষয়টি যত দ্রুত সম্ভব বন্ধ করার আবেদন জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে ৷চিঠিতে আর কী কী বলা হয়েছে–তৃণমূলের লেখা ওই চিঠিতে বলা হয়েছে বিজেপির সরকার নেই এমন রাজ্য থেকে সশস্ত্র পুলিশ আনা হোক ৷
আরও পড়ুনঃ Corona Virus: দ্বিতীয় ঢেউয়ের মাঝে দেশে করোনার নতুন রূপ
এতে আমাদের কোনও আপত্তি থাকবে না ৷ বিজেপি শাসিত রাজ্যের পুলিশে কেন আপত্তি তাও উল্লেখ রয়েছে ৷ বলা হয়েছে, যেহেতু ওই সব রাজ্যে বিজেপির সরকার রয়েছে তাই সেখানকার পুলিশ কখনও নিরপেক্ষ হতে পারে না ৷ তারা এক পক্ষ নিয়েই কাজ করবে ৷
শুধু তাই নয়, আরও বলা হয়েছে, যেহেতু যোগী আদিত্যনাথ এরাজ্যের নির্বাচনের জন্য প্রচার করছেন তাই তাঁর রাজ্যের পুলিশ এরাজ্যের নির্বাচনের কাজে লাগানো সম্পূর্ণ অনুচিত ৷
আট দফা নির্বাচনের পুরোটাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে করছে কমিশন ৷ প্রথম দফায় জঙ্গলমহলের ভোট গ্রহণ ৷ তার জন্য় প্রায় 725 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে রাজ্যে ৷ কমিশনের একটি সূত্রের খবর তাতেও সন্তুষ্ট হতে পারছে না কমিশন ৷
পরিস্থিতি সেরকম হলে আরও কেন্দ্রীয় বাহিনী আনা হতে পারে ৷ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের তরফে এদিন ওই অভিযোগ জানানো হয়েছে ৷