পালা বদলের ন’বছর পূর্তিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারের ন বছর পূর্ণ হল বুধবার। বাংলার জনগণের রায়ে এদিনই ক্ষমতায় এসেছিলেন বাংলার অগ্নিকন্যা।

এদিন এই উপলক্ষে বাংলার মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে। এই অবস্থাতেও মানুষ এই দিনটিকে ভোলেনি। এর জন্য মানুষকে অসংখ্য ধন্যবাদ।

ব্রিটেন থেকে ধার করা করোনা প্যাকেজেও দিশা দেখাতে ব্যর্থ প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, কঠিন করোনা পরিস্থিতিতেও যেভাবে মানুষ সরকারের উপর আস্থা রেখেছে এর থেকে প্রমাণ হয় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা ভালোবাসেন। পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, মানুষের ভালোবাসাই আমাদের সম্পদ।

উল্লেখ্য, ২০১১ সালের ৩৪ বছরের বাম সরকারকে পরাজিত করে ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনেই ভোটের ফল ঘোষণা হয়েছিল।

এরপর ২৭ মে ছিল সেই ঐতিহাসিক দিন। যেদিন শপথ গ্রহণের পর জনসমুদ্রে ভেসে মহাকরণের অলিন্দে পা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট