করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি তৃণমূলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠক ডাকা হোক এই মর্মে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিও তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা। প্রতিদিন তাই নিয়ম করে তিন থেকে চার লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন।

এই অবস্থায় তৃণমূল কংগ্রেস মনে করছে দেশের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। আর সে রবিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিল তৃণমূল।

অসমের গদিতে কাকে বসানো হবে? উত্তর খুঁজতে গুয়াহাটিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের বক্তব্য, “গত বছর জুলাই মাসে আমরাই প্রথম সংসদীয় কমিটির বৈঠকগুলি ভিডিয়ো মাধ্যমে চালু রাখার কথা বলি। তৃণমূল নেত্রী যা বলেন, পরে সমস্ত বিরোধী দল তাকে অনুসরণ করে। শুধু মুখে বলাই নয়, এই মর্মে আমরা লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানকে একটি চিঠিও দিয়েছিলাম। কিন্তু আমাদের কথায় কর্ণপাত করা হয়নি। এদিন এই নিয়ে আবার চিঠি দেওয়া হল, এখন দেখার এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়।”

এদিকে শনিবারই একই বিষয় নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে কংগ্রেস। এরপর এদিন তৃণমূলের তরফ থেকেও একই বিষয় নিয়ে চিঠি দেওয়ার ফলে বিরোধীদের মধ্যে এই বিষয় নিয়ে একটা ঐক্যমত্যের ছবি দেখা যাচ্ছে। এখন দেখার কেন্দ্র আদেও তাদের দাবিকে মান্যতা দেয় কিনা।

সম্পর্কিত পোস্ট