২০২৪ লোকসভা নির্বাচনে নীতিনির্ধারকের ভূমিকায় থাকবে তৃণমূল: জ্যোতিপ্ৰিয় মল্লিক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূল ভবনে লক্ষীপ্যাঁচা বসেছে। যা শুভদিনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। “২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি ১৫০ আসন পাবে না। নরেন্দ্র মোদী হারবেন। জিতবে বিরোধীরা। ২০২৪ সালের নির্বাচনে কেন্দ্রে নীতিনির্ধারক হবে তৃণমূল। লক্ষীপ্যাঁচা তৃণমূল ভবনে বসে সেই সুদিনের ইঙ্গিত দিচ্ছে।” হাবড়া পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ বার্তা দিলেন তিনি। একইসঙ্গে কটাক্ষ করলেন, “বিজেপি কার্যালয়ে তো কাকও ওড়ে না !”
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করলেন তিনি। হাবরার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বলেন, “বিজেপির কোনো নেতা কখনো উন্নয়নের কথা ভাবেনা। ভরা কোটালের প্রকোপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় শেল্টারের ব্যবস্থা করেছেন। কিন্তু বিজেপির কোনো নেতা এই দুঃসসময় উপকূলবর্তী মানুষদের কোনো খোঁজ নেয়নি।”
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে তিনি বলেন, “কসবার ভুয়ো ভ্যাক্সিন কান্ডে বিজেপি জড়িত আছে।” রাহুল সিনহাকে নাম না করে কটাক্ষ করে বলেন, “বিধানসভা ভোটে হাবড়ার পরাজিত বিজেপি প্রার্থী ভোটে হেরে যাওয়ার পর তার টিকিও খুঁজে পাওয়া যাচ্ছেনা।”