২০১৬ সালের থেকেও বেশি আসনে ক্ষমতায় ফিরবে তৃণমূল

দ্য কোয়ারি  ওয়েবডেস্ক : ২৫০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় ফিরবে তৃণমূল। বৃহস্পতিবার দলের তফসিলি জাতি-তফসিলি উপজাতি সেলের সভায় চ্যালেঞ্জ জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের কথায়, ‘বিজেপিশাসিত রাজ্যে দলিত, তফসিলি জাতি-উপজাতির সদস্যদের ভয়ে ভয়ে থাকতে হয়। কিন্তু বাংলায় সেই ভেদাভেদ নেই। বিজেপি ক্ষমতায় এলে এই সংস্কৃতি বাংলায়ও আসবে।’ তিনি আরও বলেন, ‘ধর্মকে সামনে রেখে লড়াই করুক বিজেপি। তৃণমূল কর্মকে সামনে রেখে লড়াই করবে।’

নভেম্বরে বঙ্গ সফরে এসে বাঁকুড়ার চতুরডিহিতে একটি আদিবাসী পরিবারে দুপুরে খেয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সেই মধ্যাহ্নভোজকে আগে একাধিকবার কটাক্ষ করেছে তৃণমূল।

বৃহস্পতিবার গীতাঞ্জলি স্টেডিয়ামে স্টেডিয়ামে তফশিলি জাতি-উপজাতিদের সঙ্গে বৈঠকে ফের সেই প্রসঙ্গটি উস্কে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, বিভ্রান্তি ছড়াতে দলিত বাড়িতে খেয়েছেন অমিত শাহ।

বিভীষণ হাঁসদার বাড়িতে অমিত শাহর মেনুতে ছিল ভাত, রুটি, বিউলির ডাল, আলুভাজা, আলুপোস্ত, পোস্তর বড়া, চাটনি, পাপড়, মিষ্টি ইত্যাদি। এদিন অভিষেক কটাক্ষ করে বলেন, সকালে কলাপাতায় দোস্তি আর রাতে পাঁচতারা হোটেলে মস্তি।

প্রসঙ্গত, সম্প্রতি পৃথকভাবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য কমিটি গঠন করে তৃণমূল। সেই কমিটিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের নেতাদের এই কমিটিগুলির মাথায় বসানো হয়েছে। যাতে পিছিয়ে পড়া শ্রেণি মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো যায়। এদিন তফসিলি জাতি, তফসিলি উপজাতি কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

রাজনৈতিক দলগুলি মনে করছে, তফশিলী জাতি,উপজাতির মানুষের ভোট চলতি বছরে সরকার গঠনের নির্ণায়ক হতে চলেছে।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘লোকসভা ভোটে গো-হারা হেরেছি। আশা করি বিধানসভা ভোটে আমাকে আপনারা পুষিয়ে দেবেন।’

আদিবাসী ভোট ব্যাঙ্ক ধরে রাখতে সম্প্রতি ফালাকাটা ও আলিপুরদুয়ার জেলায় হাজির ছিলেন মমতা বন্দোপাধ্যায়। এমনকি ফালাকাটায় রাজ্য সরকার আয়োজিত গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট