তৃণমূলের নাগাল্যান্ড সফর বাতিল, কিছুক্ষণের মধ্যেই সংসদের উভয় কক্ষে শাহী বিবৃতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নাগাল্যান্ড সরকার নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকার করায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নাগাল্যান্ড সফর বাতিল করেছে। কলকাতা বিমানবন্দর থেকে ই প্রতিনিধি দলের সদস্যরা ফিরে আসেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। নাগাল্যান্ডে ১৪৪ ধারা ইতিমধ্যে জারি করা হয়েছে। সবরকম গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সে রাজ্যের সরকার।

নতুন করে অশান্তি বাধার আশঙ্কা থাকাতেই শেষ মুহূর্তে সফর বাতিল করা হলো বলে দলের তরফে জানানো হয়েছে।বিকেল ৩টেয় একটি সাংবাদিক বৈঠক করে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলা হয়। এই প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সুস্মিতা দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শান্তনু সেন এবং ত্রিপুরা তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ দেব।

আসাম রাইফেলসের প্যারা কমান্ডোর বিরুদ্ধে নির্বিচারে গুলি চালিয়ে গ্রামবাসীদের খুনের অভিযোগ উঠেছে নাগাল্যান্ডের মন জেলায়। ঘটনার পরই শোক প্রকাশ করেছেন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সোমবার সকালে তৃণমূলের একটি প্রতিনিধিদল নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে।

বিমানবন্দরে হাজির হয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। বিমান ধরার প্রাক মূহুর্তে খবর আসে সেরাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ঘটনাস্থলে পৌঁছানো কার্যত অসম্ভব। তখনই দ্রুত শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে সফর বাতিলের সিদ্ধান্ত নেন তারা।

দুর্যোগ মাথায় নিয়ে ট্রেনে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক প্রশাসনিক বৈঠক

উত্তেজনা যে পুরোপুরি প্রশমিত হয়েছে তা এখনই বলা যাবে না। যে কোন মুহূর্তে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। রবিবার দফায় দফায় সংঘর্ষ সে কথাই মনে করিয়ে দিয়েছে। নাগাল্যান্ডে এখনো পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। জখম বহু। মূলত নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতেই যাচ্ছিলেন তৃণমূলের প্রতিনিধি দল।

অন্যদিকে সোমবার সংসদের শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। সূত্রের খবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে নিয়ে বিবৃতি দিতে পারেন। এখনো পর্যন্ত জানা গিয়েছে বিকেল ৩টে লোকসভায় এবং বিকেল ৪টের সময় রাজ্যসভায় বিবৃতি দেবেন অমিত শাহ। উল্লেখ্য সোমবার শুরু থেকেই নাগাল্যান্ড ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ।

কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী থেকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উভয়ই দ্রুত কেন্দ্রীয় সরকারের বিবৃতির দাবি করেন। অধ্যক্ষ ওম বিড়লা তাদের আশ্বস্ত করেন এবং জানান যে আজ দুপুরেই বিবৃতি দেবেন অমিত শাহ।দুপুর ১২ টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় রাজ্যসভা।

সম্পর্কিত পোস্ট