নিরাপত্তার দাবীতে মুখ্যসচিবকে চিঠি দিলেন ত্রিপুরার সিপি(আই)এম কর্মীরা
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: পুলিশ এবং প্রশাসনকে জানিয়েও হয়নি কাজ। তাই এবার সরাসরি মুখ্যসচিব অলোক কুমারকে চিঠি দিলেন ত্রিপুরার সিপি(আই)এমের সাধারণ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। চিঠিতে তিনি লেখেন, ৮ সেপ্টেম্বর সিপি(আই)এম কার্যালয় ভাঙচুরের পর আর কোনও কার্যালয় খুলতে দিচ্ছেন না বিজেপি কর্মীরা। এমনকি বেশ কয়েকজন বিধায়ক এবং নেতাদের ওপর এখনও হামলা চালানো হচ্ছে। তাই তাঁদের অবিলম্বে নিরাপত্তা দিতে হবে৷
চিঠিতে আরও বলা হয়, হিংসার ঘটনার পরেও কোনও পরিবর্তন হয়নি। দুষ্কৃতিরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না। মানিক সরকার, বাদল চৌধুরী, সুধন দাস, রতন ভৌমিক এবং শ্যামল চক্রবর্তীদের ওপর হামলা চলেছে। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
সংবাদ মাধ্যমের অফিস ছাড়াও ৪ টি জেলা কমিটির অফিস, ৭ টি সাব ডিভিশনাল অফিসে হামলা চলে। ৮ সেপ্টেম্বর চার জায়গায় হামলা চালানো হয়৷ এমনকি বুলডোজার ব্যবহার করা হয় বলে অভিযোগ৷ এই ধরনের হামলা পূর্ব পরিকল্পিত এবং শাসক দলের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ জানান ত্রিপুরা সিপি(আই)এমের সাধারণ সম্পাদক।
মুখ্যসচিবের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, রাজ্যের একাধিক জায়গায় বিজেপির হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মামলাগুলির দ্রুত তদন্ত করা হোক৷ একইসঙ্গে দলীয় কার্যালয় গুলি খোলার জন্য পুলিশের নিরাপত্তার কথাও বলেন। পাশাপাশি সিপি(আই)এমের শীর্ষ নেতৃত্বকে নিরাপত্তার অনুরোধ জানিয়েছেন তিনি৷
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর নিজের কেন্দ্র ধনপুরে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়তে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকারকে। সিপি(আই)এমের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়৷ রণক্ষেত্র হয়ে ওঠে গোটা পরিস্থিতি। ঘটনার তীব্র সমালোচনা করেন তৃণমূলের একাধিক নেতৃত্বও।
আগামী বছরেই ত্রিপুরার বিধানসভার নির্বাচন। তার আগে ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। এর ফল ভোট ব্যাঙ্কে গিয়ে পড়বে না তো? প্রশ্ন রাজনৈতিক মহলের৷