Tripura CPIM : সদস্য সংখ্যা বাড়িয়ে চমক ত্রিপুরায় ! পার্টি কংগ্রেসের আগে নতুন পলিটব্যুরো সদস্যের দাবি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার কেরলের কান্নুরে শুরু হচ্ছে সিপিএমের (CPM) ২৩ তম পার্টি কংগ্রেস। তার আগে চমক দিল ত্রিপুরার ( Tripura CPIM ) পার্টি। চার বছর আগে রাজ্যের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে উত্তর-পূর্বের এই ছোট রাজ্যে সিপিএমের সদস্য সংখ্যা ছিল ৪৪ হাজার।
কিন্তু ক্ষমতা চলে গেলেও মানিক সরকাররা (Manik Sarkar) সদস্য সংখ্যা বাড়িয়ে তাক লাগিয়ে দিলেন। সিপিএমের ত্রিপুরা রাজ্য কমিটির দাবি অনুযায়ী সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ৫২ হাজার! এদিকে ক্ষমতা চলে যাওয়ার পর বঙ্গ সিপিএমে শুধুই ক্ষয় হচ্ছে। ব্যাপক হারে কমেছে সদস্য সংখ্যা।
সদস্য সংখ্যা বাড়ানোর ফলে পার্টি কংগ্রেসে ত্রিপুরা ( Tripura CPIM ) দাবি জোরালো হবে বলে রাজনৈতিক মহলের অভিমত। এমনিতেই গৌতম দাশ ও বিজন ধরনের মতো কেন্দ্রীয় কমিটির দুই সদস্যের গতবছর মৃত্যু হয়েছে। দু’জনেই ত্রিপুরায় সিপিএমের প্রথম সারির নেতা ছিলেন। তাই ত্রিপুরা থেকে কেন্দ্রীয় কমিটিতে এমনিতেই এবার বেশ কিছু নতুন সদস্যের জায়গা পাওয়ার কথা।
Tripura CPIM
শোনা যাচ্ছে সিটুর রাজ্য সভাপতি মানিক দে ও রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ করকে কেন্দ্রীয় কমিটিতে দেখা যেতে পারে। এছাড়াও উপজাতি মুখ হিসেবে গণমুক্তি পরিষদের সম্পাদক রাধাচরণ দেববর্মাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করার দাবি উঠছে।
এদিকে দীর্ঘদিন পর ত্রিপুরা রাজ্য সম্পাদক পদে জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিকে বসিয়েছে কমিউনিস্ট পার্টি (Communist Party)। সেই জিতেন্দ্র চৌধুরীকে (Jitendra Chowdhury) পলিটব্যুরো সদস্য করার দাবি তুলছে সিপিএম নেতাদের একাংশ।
Mamata on Aliah : আলিয়া কাণ্ডে মমতার ‘একটু কটু কথা’ মন্তব্য নিয়ে বিতর্কের ঝড়
এক্ষেত্রে রাজ্যে ক্ষমতায় না থেকেও সদস্য সংখ্যা বাড়ার বিষয়টিকে হাতিয়ার করেছেন তাঁরা। যদিও সিপিএম সূত্রে খবর মানিক সরকারের পর এক্ষুনি আর কাউকে ত্রিপুরা থেকে পলিটব্যুরোয় নেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
এদিকে দীর্ঘ অসুস্থতার কারণে বাদল চৌধুরীর কেন্দ্রীয় কমিটিতে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। তাঁকে বড়জোড় কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য করে রেখে দেওয়া হতে পারে।