আস্থা হারাচ্ছেন কর্মীরা, নতুন দল গঠন করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: একদিন আগেই কংগ্রেসের সাধারণ পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ আর এক দিন পরেই নতুন দল ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্টের গঠন করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷

১৯৬৯ সালে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করে ছিলেন পীষূষ কান্তি বিশ্বাস৷ দীর্ঘ সময় ধরে কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। কিন্তু কি এমন হল যে কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করলেন?

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত ২৮ বছর ধরে ত্রিপুরার কংগ্রেস কর্মীরা যে দাবী করে এসেছে তার মান্যতা দেওয়া হয়নি। সিপি(আই)এমের রাজত্বে এবং বিজেপির রাজত্বে বহু কর্মীরা মৃত্যু হয়েছে, বহু মহিলা নির্যাতিত হয়েছে। মানুষ কংগ্রেসের ওপর আস্থা রেখেছে। কিন্তু শীর্ষ নেতৃত্বের কারণে ক্ষমতায় আসতে পারেনি তাঁরা।

তিনি আরও বলেন, ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে স্থির ছিল কংগ্রেস সরকার গঠন করছে। এমনকি সেবার প্রচারে সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংয়ের আসার কথা ছিল। দলীয় কর্মীরা প্রচারও সেরেছিলেন। কিন্তু অন্যদিকে সিপি(আই)এম কর্মীরা প্রচার করলেন সোনিয়া গান্ধী বা মনমোহন সিং কেউ আসবেন না। আর সেটাই হল।

এদিন ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্টে যোগদান করেন বিধায়ক তাপস দেও। সম্প্রতি বিরোজিৎ সিনহাকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়ার পরেই ত্রিপুরা কংগ্রেসে এই বদল এসেছে।

এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে প্রদ্যুত মাণিক্য দেববর্মা ইস্তফা দেওয়ার পর নিজের দল ত্রিপ্রা গঠন করেন। সম্প্রতি একের পর এক কর্মীরা প্রাক্তন কংগ্রেস নেতা সুবল ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করছেন। এবারে আরও এক প্রদেশ কংগ্রেস সভাপতির ইস্তফা দেওয়ায় প্রশ্ন উঠছে ত্রিপুরায় কংগ্রেসের গুরুত্ব নিয়েও।

সম্পর্কিত পোস্ট