Tripura: কোর্টের রায়ে তৃণমূলের ‘নৈতিক জয়’, অভিষেকের জনসভায় মেগা যোগদান ঘিরে জল্পনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে জট কাটল। স্বস্তির নিঃশ্বাস ফেলল তৃণমূল কংগ্রেস (TMC)। ত্রিপুরার (Tripura) মাটিতে রাত পোহালেই জনসভায় হাজির হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ত্রিপুরা হাইকোর্টের (Tripura Highcourt) এই জয় কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছে বিজেপিকে। একথা নিঃসন্দেহে স্পষ্ট।
প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরার মাটিতে এই সভাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি কাজিয়া চরম আকার ধারণ করে। তৃণমূলকে রুখতে ত্রিপুরা প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় সভার ২৪ ঘন্টা আগে করোনা টেস্ট বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় rt-pcr ছাড়াও ট্রু নাট, সিবিনাট টেস্ট গ্রাহ্য হবে। ৪৮ ঘণ্টা আগেই টেস্ট করানো যাবে। ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া থাকলেও করোনা টেস্ট থেকে ছাড় মিলবে না।
এরপরে সরকারের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল নেতৃত্ব। কোর্টে যাওয়ার জন্য মঞ্চ তৈরির কাজ অসমাপ্ত রেখেছিল ঘাসফুল শিবির। আদালতের নির্দেশ ইতিবাচক আসার পরেই কার্যত মধ্যরাতে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল নেতাকর্মীরা। তৎপরতার সঙ্গে শুরু করে দিয়েছেন মঞ্চ বাধার কাজ। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব (Susmita Deb) টুইট করে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন।
বদলাতে হবে অভিষেকের সভাস্থল, তৃণমূলকে চিঠি ত্রিপুরার প্রশাসনের
উল্লেখ্য নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করেই রবীন্দ্রভবন (Rabindrabhavan) এলাকাতে সভার অনুমতি দিয়েছে আদালত। কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দর্শক সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫০০ জনের বেশি সভায় দর্শকসংখ্যা রাখা যাবেনা। গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট এলাকায় অনুমোদন করা হয়েছে।
পাশাপাশি এই সভাকে কেন্দ্র করে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে সম্পূর্ণ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। একইসঙ্গে ত্রিপুরা আদালতের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে জানানো হয়েছে ৫০০ জনের বেশি কোনভাবেই যাতে দর্শকসংখ্যা না হয় তার জন্য নাকা চেকিং করতে হবে।
২০২৩ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election)। বঙ্গ বিজয়ের পর তৃণমূল কংগ্রেসের এখন পাখির চোখ ত্রিপুরা। যেকোনো মূল্যে বিপ্লব দেব (Biplab Deb) সরকারকে সমূলে উৎখাত করে ত্রিপুরা দখলে মরিয়া ঘাসফুল শিবির।
এক বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে ত্রিপুরার ৩১ এর মেগা সভায় হচ্ছে মেগা যোগদান। আপাতত রবির বারবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের কে যোগদান করছেন ঘাসফুল শিবিরে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।