ত্রিপুরা কান্ডের আঁচ দিল্লিতে, সোমবার সংসদে সরব হওয়ার হুঁশিয়ারী তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবেডস্কঃ ত্রিপুরা কান্ডের আঁচ পৌঁছে গেল দিল্লির মাটিতে। নেতাকর্মীদের ওপর হামলা- গ্রেফতার এবং হেনস্থার প্রতিবাদে সোমবার সংসদ ভবনে বিক্ষোভ দেখাবে তৃণমূল সাংসদরা। গান্ধী মূর্তির পাদদেশে চলবে অবস্থান-বিক্ষোভ। রবিবার তৃণমূল কংগ্রেসের তরফে কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে।
ত্রিপুরার পুলিশ দ্বিচারিতা করছে। স্বচ্ছতা নেই। যদি তৃণমূল কংগ্রেসের যুব নেতাদের মহামারী আইনে গ্রেফতার করা হয়, তাহলে কেন বাদ যাবেন বিজেপি কর্মীরা? সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো খোয়াই থানায় বসে রয়েছেন তিনি।
গ্রেফতার হওয়া কর্মীদের আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবিন ত্রিপুরার মাটিতে পা রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বিজেপিকে। তাঁর সঙ্গে এদিন পৌঁছেছেন দোলা সেন, কুনাল ঘোষ, ব্রাত্য বসু।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে পা রেখে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন বিপ্লব দেব সরকারকে। বলেন, “পারলে আমাকে আটকে দেখান । যদিও ত্রিপুরায় পা রাখার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। দেখানো হয় কালো পতাকা। তাতেও দমে যাননি তিনি।
আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন “ত্রিপুরাকে বিজেপি নিজেদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে। যারা বড় বড় ভাষণ দেন গণতন্ত্রের কথা বলেন তাদের হাতে ত্রিপুরার গণতন্ত্রের কি অবস্থা রাজ্যবাসী দেখছে।”
এখনো পর্যন্ত জানা গেছে, সোমবার সংসদে ধর্নায় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজেও। চলতি বাদল অধিবেশনে পেগাসাস ইস্যুতে যেভাবে আন্দোলন চালাচ্ছে তৃণমূল এবার সেই তালিকায় যোগ হতে চলেছে ত্রিপুরা কান্ড।
বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, “ত্রিপুরায় ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এর শেষ আমরা দেখে ছাড়বো।” এদিন ত্রিপুরার খোয়াই থানায় দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহাদের আটকে রাখার প্রতিবাদ জানিয়ে ভারপ্রাপ্ত অফিসারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিষেক। নথিপত্র দেখতে চান তিনি। থানার বাইরে তখন বিজেপি কর্মীদের তুমুল জমায়েত।
ত্রিপুরা: থানায় অভিষেক-কুনাল-দোলার সামনে অসহায় পুলিশ
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিজেপি ভয় পেয়েছে বলেই এমন কান্ড করছে। এর আগে পার্টি অফিস ভাঙা থেকে শুরু করে ফ্লেক্স, ব্যানার ছেঁড়া এবং হোটেল ভাঙচুর করা সহ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের খবর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
তৃণমূলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ত্রিপুরার মাটিতে যেভাবে একের পর এক ন্যাক্কারজনক ঘটনা চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি, তার প্রতিবাদ চালিয়ে যাবেন তারা। প্রয়োজনে হাজির হবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও