ত্রিপুরাঃ বিধানসভার অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েই বিজেপির সহ সভাপতি হিসাবে নিযুক্ত রেবতি মোহন দাস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ব্য়ক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতি মোহন দাস। বিধানসভার অধ্যক্ষ তাঁর পদত্যাগ পত্র আজ উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতে তুলে দিয়েছেন। সচিব বিষ্ণুপদ কর্মকার এ-বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আজ দুপুরে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন রেবতি মোহন দাস।
কিছুক্ষণ পরেই রেবতি মোহন দাসকে ত্রিপুরা বিজেপির সহ সভাপতি হিসাবে নিযুক্ত করেন সভাপতি মানিক সাহা। এরপরই ফের সরগরম হয়ে উঠেছে ত্রিপুরার রাজনীতি।
ত্রিপুরায় ক্ষমতা বদল হওয়ার পর রেবতি মোহন দাসকে অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্ত, তার পক্ষে খুবই কঠিন হয়ে দাড়িয়েছিল বিধানসভা পরিচালনা। ফলে, বিধানসভার অধ্যক্ষ বদলের দাবি উঠেছিল।
সম্প্রতি ত্রিপুরা মন্ত্রিসভা সম্প্রসারণের পর থেকেই অধ্যক্ষ বদলের সম্ভাবনা আরও জোড়ালো হয়ে ওঠে। সূত্র মারফত জানা গিয়েছে, খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তীকে অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা প্রবল। তবে, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকেও অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ইথানল উৎপাদন ও তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগে নতুন নীতি তৈরি করছে সরকার
প্রসঙ্গত, বামপন্থী মতাদর্শে বিশ্বাসী রেবতি মোহন দাস ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। তিনি প্রতাপগড় এলাকায় প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন।
অনিল সরকার প্রয়াত হওয়ার পর থেকে দূরত্ব বাড়তে থাকে দলের সঙ্গে। একসময় তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁকেই ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রতাপগড় কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। সিপিএমের ঘাঁটি ওই কেন্দ্র থেকে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।