Tripura Municipal Election: প্রার্থী সঙ্কটে ত্রিপুরা পুরভোটে ব্যাকফুটে বাম-কং-তৃণমূল,
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলা (Westbengal) জয় করার পর এবার তৃণমূল (TMC) কংগ্রেসের লক্ষ্য ত্রিপুরা (Tripura)। পাখির চোখ করে ইতিমধ্যেই জোরকদমে রাজনৈতিক লড়াইয়ে শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। সামনেই পড়শী রাজ্যের পুর ও পঞ্চায়েত নির্বাচন। আর সেখানেই বড় ধাক্কা খেল তৃণমূল।
আগরতলা পুরসভার (Agartala Municipality) সব কটি আসনে প্রার্থী দিলেও অন্যান্য আসনে প্রার্থী দিতে সক্ষম হয়নি ঘাসফুল শিবির। সূত্র বলছে তৃণমূলের থেকেও সংগীন অবস্থা রয়েছে কংগ্রেসের (Congress) শুধু তাই নয় বামেরাও (CPIM) ত্রিপুরা রাজ্যের পুরভোটে সব কটি আসনে প্রার্থী দিতে অক্ষম।
বারাসাতের ঐতিহ্যবাহী কালীপুজো, করোনাকালে আড়ম্বর কমলেও অটুট জৌলুস
২৫ নভেম্বর ত্রিপুরার আগরতলা পুরনিগম, ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতের নির্বাচন।মোট ২০ টি পুর ও নগর সংস্থায় আসন রয়েছে ৩৩৪টি। ৩ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
৩৩৪ টি আসনের জন্য মোট ৮২৯ জন প্রার্থী মনোনয়ন (Nominaton) জমা দিয়েছেন। বিজেপি থেকে ৩৩৬, তৃণমূলের ১২৫, সিপিএম ২১৪, সিপিআই ৬, আরএসপি ২, ফরওয়ার্ড ব্লক ৫, কংগ্রেস ১০১, নির্দল ৩২ এবং অন্যান্য ৮ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
আগরতলার পুরসভায় ৫১ টি আসনে প্রার্থী দিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি তারা মূলত ফোকাস করছেন রাজধানীকেই। ৫১ টি আসনের মধ্যে ২৫ টি আসনে মহিলা প্রার্থী।তৃণমূলনেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, প্রতিনিয়ত ত্রিপুরায় আক্রমণ শানাচ্ছে বিজেপি।আগে থেকে তাই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি।
অন্যদিকে সব আসনে প্রার্থী না দিতে পারার কথা কার্যত নস্যাত করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, আগরতলার সব আসনে প্রার্থী দিতে পারাটাই তাদের জয়ের প্রথম ধাপ। নির্বাচনে সাধারণ ভোটারদের সমর্থন পাওয়ার ব্যাপারে তাঁরা নিশ্চিত বলে আশাপ্রকাশ করেন তিনি।