প্রদেশ কংগ্রেস সভাপতির TMC যোগদানের সম্ভাবনা
দ্য কোয়ারি ডেস্ক: দল পরিবর্তন কি কংগ্রেস ভাঙিয়েই শুরু হবে? এমনই জল্পনা প্রবল। যেভাবে খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি আঠার মতো দিন রাত টিএমসি প্রতিনিধিদের সঙ্গে সেঁটে রয়েছেন তাতে ত্রিপুরা সরগরম।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস ফের দল পরিবর্তন করার সম্ভাবনা বাড়ছে। তিনি এর আগে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। লোকসভা ভোটের সময় বিজেপির রাজ্য শীর্ষ নেতার পদ ছেড়ে ফের কংগ্রেসে ফিরে আসেন।
তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা তিনদিনের ত্রিপুরা সফরে এসেছেন। পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী মলয় ঘটক, ব্রাত্য বসুর সঙ্গে আছেন তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা ঋতব্রত ব্যানার্জি। বৃহস্পতিবার আগরতলায় আসছেন আরও একঝাঁক টিএমসি নেতা। শুক্রবার আসার সম্ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবমিলে কলকাতার পাশাপাশি এখন আগরতলা হলো টিএমসির দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরায় সরকার গঠন করা। আসন্ন আহরতলা পুরনিগম ও আগামী বিধানসভা ভোটে টিএমসি লড়বে।
তৃণমূলের হয়ে ত্রিপুরায় ভোট পর্যবেক্ষণ ও পরিসংখ্যান বিশেষজ্ঞ সংস্থা আইপ্যাক কাজ শুরু করেছে। টিএমসির ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থার কর্মীদের হোটেলে আটক করা নিয়ে রাজ্য সরগরম। নয়াদিল্লিতে আলোচনা তুঙ্গে। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টিএমসি প্রতিনিধিরা আগরতলায় আসেন। তাঁদের অভিযোগ, ত্রিপুরায় বিজেপি জোট সরকার অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করে আইপ্যাক সংস্থার কর্মীদের আটক করে রেখেছে। কেন সংস্থার কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ আটকালো সেই প্রশ্ন তুলেছেন তারা।
বৃহস্পতিবার আগরতলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আইপ্যাক সংস্থার হয়ে পিটিশন দাখিল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষবাবু। আইনজীবী পীযুষ বিশ্বাস বুুধবার রাতে দেখা করেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের সঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর গতিবিধি দেখে রাজনৈতিক মহলে গুঞ্জন, দ্রুত মমতা শিবিরে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি আশীষলাল সিংহ জানিয়েছেন, বিজেপির একগুচ্ছ নেতা, মন্ত্রীরা দলত্যাগে প্রস্তুত। ত্রিপুরায় বিজেপি শূন্য হয়ে যাবে। রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কে সরকারে আনতে তৈরি।
তবে শাসক বিজেপি জানিয়েছে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যেভাবে সরকার চালাচ্ছেন তাতে ত্রিপুরার উন্নতি আরও হবে। প্রধান বিরোধী দল সিপিআইএম ও বিরোধী নেতা মানিক সরকারের অভিযোগ, রাজ্যে গণতন্ত্রের চিহ্ন নেই। কেন আইপ্যাক সংস্থার কর্মীদের আটক করা হলো। রাজ্যবাসী ফের বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনবেন।